সকাল ১০:৩০ | বুধবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আগুনকে হাতুড়িপেটায় আহত করে ছিনতাইকারী সাজাতে ভিডিও ধারণ!

বিল্লাল হোসেন প্রান্তঃ

ময়মনসিংহ ছাত্রলীগের কর্মী সাদিকুল বারী আগুনকে তুলে নিয়ে হাতুরিপেটাসহ বেধড়ক মারপিটের ঘটনাকে ধামাচাপা দিতে তাৎক্ষনিক একটি ভিডিও ধারণ করে জড়িত সন্ত্রাসীরা। যে ভিডিওতে আগুনকে ছিনতাইকারী হিসাবে তার স্বীকারোক্তি নেয়া হয়। তবে ভিডিওটি দেখলে যেকেউ বুঝতে পারবে আহত আগুনের এ স্বীকারোক্তি কতটা চাপের মুখে প্রাণ সংশয়ে দেয়া।

 

 

পাশবিক নির্যাতনের শিকার আগুনের চোখ মুখ দিয়ে যখন রক্ত ঝড়ছে উপস্থিত সন্ত্রাসীরা তখন কৌশলগত ভিডিও নিতে আগুনকে ছিনতাইকারী আখ্য দিচ্ছে। নির্মম এমন একটি ভিডিও চিত্র ইতিমধ্যেই গণমাধ্যমের হাতে এসেছে আগুন হত্যা চেষ্টা মামলার সূত্র ধরে। প্রশ্ন উঠেছে রক্তাক্ত আগুনের ওই ভিডিওটি ধারণ করেছে কে? কোথায় করা হয়েছে ওই ভিডিও? তুলে নেয়া সন্ত্রাসীরা করেছে নাকি অন্যকেউ? ভিডিওটি স্থির চিত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পেছনে কারা? এসব প্রশ্নের উত্তর জানতে পারলেই বেরিয়ে আসবে এ ঘটনার মাস্টারমাইন্ডার কে?

 

 

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছাত্রলীগ কর্মী আগুনের সাথে কথা হয় এই প্রতিবেদকের।

 

 

তিনি জানান, সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে তাৎক্ষনিক নিজেকে বাচাতে “আমি শুধু তাদের কথার সাথে তাল মিলিয়ে গেছি। তারা আমাকে বলেছে কোন উল্টাপাল্টা কথা বললে নুর উদ্দীনের হাতে তুলে দিবে। সে আমার হাত পা কেটে বডি গায়েব করে দিবে।”

 

 

মামলার বাদী আব্দুল বারী বাদল জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের ভাতিজা আবীরের সাথে পূর্ব বিতন্ডার জেরে মঙ্গলবার ১১ জানুয়ারি বিকেল পাচটায় ইয়াসিন আরাফাত শাওন দলবল নিয়ে আগুনকে উঠিয়ে নিয়ে যায়। পরে নগরীর সেহড়া ডিবি রোডের রাকিব এর রিক্সা গ্যারেজে নিয়ে হাতুড়িপেটাসহ বর্বরোচিত নির্যাতন চালায়। ধাড়ালো অস্ত্রদিয়ে আগুনের চোখে মুখে উপর্যপুরি ঘাই দেয়। পিস্তলের বাট দিয়ে আগুনের চোখে আঘাত করে মারাত্বক জখম করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে আগুনের কোমড়ে গুরুতর আহত করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

 

 

এ ঘটনায় ময়মনসিংহ মহানগর যুবলীগের বহিস্কৃত সদস্য ইয়াসিন আরাফাত শাওন (২৯) পিতাঃ এ কে এম ইদ্রিস আলী, জনি মিয়া(২৮) পিতাঃ মামুন ওরফে ঢাকাইয়া মামুন, সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে আগুনের বাবা মো: আব্দুল বারী বাদলের অভিযোগে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার মামলা নেয় কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলা নং ৩১, তারিখ ১৩ জানুয়ারি।

 

 

মামলার বাদী আব্দুল বারী বাদল বলেন, ইয়াসিন আরাফাত শাওন একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। সে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করেছে। এসব নির্যাতন ভিন্নখাতে প্রবাহিত করতে হুমকির মুখে ছিনতাইকারী সাজাতে আমার ছেলের স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছে। যার সত্যতা অধিকতর তদন্ত করলে বেড়িয়ে আসবে বলে তিনি দাবি করেন।

 

 

তিনি বলেন, অস্ত্র ও মাদক কারবারী শাওন কাদের ছত্রছায়ায় এসব কর্মকান্ড করছে ময়মনসিংহবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনী জানেন বলে আমি মনে করি। তারা শাওনকে আইনের হাত থেকে বাচাতে সবরকম চেষ্টা চালাচ্ছে। তিনি এ পৈশাচিক নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

 

উল্লেখ্য, অস্ত্র, মাদক, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে শাওনের নামে। ২০২০ সালের ৯ মে বিপুল পরিমান মাদক, আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ ইয়াসিন আরাফাত শাওন ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১৪। এ ঘটনায় মহানগর যুবলীগের সদস্যপদ থেকে তাকে বহিস্কার করে যুবলীগ।

 

 

 

 

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

» তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি সুবিধা মতো সুর পাল্টায়-বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার

» ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদীরা-মোহিত উর রহমান শান্ত

» বিএনপিকে রাজপথে প্রতিহত করা হবে- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহিত উর রহমান শান্ত

» বাংলাদেশের অসাম্প্রদায়িক চেহারাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ছাড়া কোন গন্তব্য নাই-মোহিত উর রহমান শান্ত

» সেহড়ায় হোমিওপ্যাথি কলেজের জমি দখলে বাউন্ডারি দেয়াল দেয়ার অভিযোগ

» ব্রহ্মপুত্রের পাড়ে প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ কলরব

» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য র‍্যালী করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ

» শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই আজকের ঝকঝকে তকতকে বাংলাদেশ

» টিম কোতোয়ালী পুলিশী দক্ষতা অর্জনের অনুপ্রেরণা

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

আগুনকে হাতুড়িপেটায় আহত করে ছিনতাইকারী সাজাতে ভিডিও ধারণ!

বিল্লাল হোসেন প্রান্তঃ

ময়মনসিংহ ছাত্রলীগের কর্মী সাদিকুল বারী আগুনকে তুলে নিয়ে হাতুরিপেটাসহ বেধড়ক মারপিটের ঘটনাকে ধামাচাপা দিতে তাৎক্ষনিক একটি ভিডিও ধারণ করে জড়িত সন্ত্রাসীরা। যে ভিডিওতে আগুনকে ছিনতাইকারী হিসাবে তার স্বীকারোক্তি নেয়া হয়। তবে ভিডিওটি দেখলে যেকেউ বুঝতে পারবে আহত আগুনের এ স্বীকারোক্তি কতটা চাপের মুখে প্রাণ সংশয়ে দেয়া।

 

 

পাশবিক নির্যাতনের শিকার আগুনের চোখ মুখ দিয়ে যখন রক্ত ঝড়ছে উপস্থিত সন্ত্রাসীরা তখন কৌশলগত ভিডিও নিতে আগুনকে ছিনতাইকারী আখ্য দিচ্ছে। নির্মম এমন একটি ভিডিও চিত্র ইতিমধ্যেই গণমাধ্যমের হাতে এসেছে আগুন হত্যা চেষ্টা মামলার সূত্র ধরে। প্রশ্ন উঠেছে রক্তাক্ত আগুনের ওই ভিডিওটি ধারণ করেছে কে? কোথায় করা হয়েছে ওই ভিডিও? তুলে নেয়া সন্ত্রাসীরা করেছে নাকি অন্যকেউ? ভিডিওটি স্থির চিত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পেছনে কারা? এসব প্রশ্নের উত্তর জানতে পারলেই বেরিয়ে আসবে এ ঘটনার মাস্টারমাইন্ডার কে?

 

 

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছাত্রলীগ কর্মী আগুনের সাথে কথা হয় এই প্রতিবেদকের।

 

 

তিনি জানান, সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে তাৎক্ষনিক নিজেকে বাচাতে “আমি শুধু তাদের কথার সাথে তাল মিলিয়ে গেছি। তারা আমাকে বলেছে কোন উল্টাপাল্টা কথা বললে নুর উদ্দীনের হাতে তুলে দিবে। সে আমার হাত পা কেটে বডি গায়েব করে দিবে।”

 

 

মামলার বাদী আব্দুল বারী বাদল জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের ভাতিজা আবীরের সাথে পূর্ব বিতন্ডার জেরে মঙ্গলবার ১১ জানুয়ারি বিকেল পাচটায় ইয়াসিন আরাফাত শাওন দলবল নিয়ে আগুনকে উঠিয়ে নিয়ে যায়। পরে নগরীর সেহড়া ডিবি রোডের রাকিব এর রিক্সা গ্যারেজে নিয়ে হাতুড়িপেটাসহ বর্বরোচিত নির্যাতন চালায়। ধাড়ালো অস্ত্রদিয়ে আগুনের চোখে মুখে উপর্যপুরি ঘাই দেয়। পিস্তলের বাট দিয়ে আগুনের চোখে আঘাত করে মারাত্বক জখম করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে আগুনের কোমড়ে গুরুতর আহত করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

 

 

এ ঘটনায় ময়মনসিংহ মহানগর যুবলীগের বহিস্কৃত সদস্য ইয়াসিন আরাফাত শাওন (২৯) পিতাঃ এ কে এম ইদ্রিস আলী, জনি মিয়া(২৮) পিতাঃ মামুন ওরফে ঢাকাইয়া মামুন, সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে আগুনের বাবা মো: আব্দুল বারী বাদলের অভিযোগে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার মামলা নেয় কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলা নং ৩১, তারিখ ১৩ জানুয়ারি।

 

 

মামলার বাদী আব্দুল বারী বাদল বলেন, ইয়াসিন আরাফাত শাওন একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। সে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করেছে। এসব নির্যাতন ভিন্নখাতে প্রবাহিত করতে হুমকির মুখে ছিনতাইকারী সাজাতে আমার ছেলের স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছে। যার সত্যতা অধিকতর তদন্ত করলে বেড়িয়ে আসবে বলে তিনি দাবি করেন।

 

 

তিনি বলেন, অস্ত্র ও মাদক কারবারী শাওন কাদের ছত্রছায়ায় এসব কর্মকান্ড করছে ময়মনসিংহবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনী জানেন বলে আমি মনে করি। তারা শাওনকে আইনের হাত থেকে বাচাতে সবরকম চেষ্টা চালাচ্ছে। তিনি এ পৈশাচিক নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

 

উল্লেখ্য, অস্ত্র, মাদক, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে শাওনের নামে। ২০২০ সালের ৯ মে বিপুল পরিমান মাদক, আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ ইয়াসিন আরাফাত শাওন ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১৪। এ ঘটনায় মহানগর যুবলীগের সদস্যপদ থেকে তাকে বহিস্কার করে যুবলীগ।

 

 

 

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com