সকাল ৭:০২ | রবিবার | ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কেন আমরা নৌকায় ভোট দিব- গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধার কন্যা ডা: পিয়া

বিল্লাল হোসেন প্রান্ত ॥

পিতা এবং বড় ভাইয়ের পরিচয়ে আমি গর্বিত। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র ছোট বোন। আজ আমি গফরগাঁওয়ে এসেছি আমার আরেক ভাই ফাহমী গোলন্দাজ বাবেল এর জন্য নৌকায় পক্ষে ভোট চাইতে। বক্তব্যের শুরুতে স্থানীয় রাজনীতিকদের সম্মান প্রদর্শন করে ডা: ফাতেমা তুজ জোহুরা পিয়া নিজের যুক্তি তুলে ধরে বলেন, কেন আমরা নৌকা মার্কায় ভোট দিব। ৪৭ পরবর্তী সময়ে নৌকা মার্কায় ভোট না দিলে দেশের অবস্থান কোথায় থাকতো তার প্রার্থক্য খন্ডন করেন। এসময় পুরো সমাবেশস্থল ছিল পিন পতন নিরবতায় স্রোতামুগ্ধ।

 

জন্মগতভাবেই আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠা আত্মপ্রত্যয়ী,সুশিক্ষিত ফাতেম তুজ জোহরা পিয়া পেশায় একজন ডাক্তার। তিনি বর্তমানে নিজ পেশায় দক্ষতা অর্জনে অস্ট্রেলিয়ায় গণস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন। ৯ ডিসেম্বর ময়মনসিংহ গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন ডা: পিয়া।

 

ডা: ফাতেমা তুজ জোহরা পিয়া বলেন, নৌকার কান্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি উন্নয়ন উপহার দিয়ে থাকেন। যদি সে উন্নয়ন আপনাদের কাজে লেগে থাকে, তবেই নৌকায় ভোট দিবেন।
তিনি দলমত নির্বিশেষে সকলকে আয়নার সামনে একটিবার দাড়িয়ে নিজের প্রতি প্রশ্ন করে সিদ্ধান্তটি নিতে অনুরোধ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, ৪৭ বছরের স্বাধীনতায় শেষ ১০ বছরে বাংলাদেশ কোথায় এসে দাড়িয়েছে এ প্রশ্নের উত্তরই আমাকে নৌকার জন্য ভোট চাইতে আত্মবিশ্বাসি করে। আমি বিশ্বাস করি দেশের উন্নয়নকামি জনগনেরও আমার মতই নিজেকে দেখার চোখ রয়েছে। বর্তমান সময়ে আমরা সকলেই সচেতন। আমি এ উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে চাই। জনগণও চায় বলে আমি বিশ্বাস করি।

 

ডা: পিয়া বলেন, প্রেট্রোল বোমা বলতে আমরা এ প্রজন্ম বিএনপিকে বুঝি, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসকে চিনি। ২০০১ থেকে ২০০৯ সালে বিএনপি জামায়াত দেশে নির্যাতনের নজির সৃষ্টি করেছে। আমার ৬৫ বছরের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে ধরে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে। আমার বড় ভাই মোহিত উর রহমান শান্তর মতো আওয়ামী লীগ পরিবারের প্রতিটি কর্মীকে অকথ্য নির্যাতন করেছে। হত্যা করেছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে।

 

তিনি বলেন, রগকাটা, জবাই করা, আগুনে পুড়িয়ে মারা সেই দলটি যদি কোনভাবে আবার ক্ষমতায় আসে। যদি এরেকবার দেশে আরেকটি আওয়ামী লীগারকে হত্যা করা হয়, অথবা সাধারণ একজন জনগণকেও আগুনে পুড়িয়ে মারা হয়। তবে এর জন্য আমি, আপনি, আমরা সকলেই দায়ি থাকবো। কারণ আমাদের একটি ভোটের ভূল সিদ্ধান্ত দেশকে ফের ২০০১ এ নিয়ে যেতে পারে। এর দায়বদ্ধতা থেকে আমি আপনি আমরা কেউই মুক্তি পাবো না।

 

তিনি গফরগাঁয়ের কিংবদন্তি নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ ও বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এর জন্য নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন, ১৫ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্যবৃন্দ প্রমুখ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য র‍্যালী করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ

» শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই আজকের ঝকঝকে তকতকে বাংলাদেশ

» টিম কোতোয়ালী পুলিশী দক্ষতা অর্জনের অনুপ্রেরণা

» ময়মনসিংহে মোহিত উর রহমান শান্তর ঈদ উপহার বিতরণ

» ময়মনসিংহে রাতের আঁধারে মোহিত উর রহমান শান্তর প্যানায় রং দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা!

» সোহরাওয়ার্দীর যুব সমুদ্রে ময়মনসিংহ যুবলীগ

» মেঘনা গ্রুপে ডাকাতি; ৮ ডাকাত গ্রেফতার, ৪ হাজার লিটার তেল উদ্ধার ; কোতোয়ালী পুলিশের সফল অভিযান

» ময়মনসিংহে নাশকতার দায়ে জামায়াতের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ

» বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হলেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

» যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় ময়মনসিংহ জেলা যুবলীগের দোয়া মাহফিল

» দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে এতিমদের মাঝে ময়মনসিংহ জেলা যুবলীগের খাবার বিতরণ

» জিডি ও মামলায় ১২ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ- নবাগত এসপি মাছুম আহাম্মদের প্রতিশ্রুতি

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

কেন আমরা নৌকায় ভোট দিব- গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধার কন্যা ডা: পিয়া

বিল্লাল হোসেন প্রান্ত ॥

পিতা এবং বড় ভাইয়ের পরিচয়ে আমি গর্বিত। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র ছোট বোন। আজ আমি গফরগাঁওয়ে এসেছি আমার আরেক ভাই ফাহমী গোলন্দাজ বাবেল এর জন্য নৌকায় পক্ষে ভোট চাইতে। বক্তব্যের শুরুতে স্থানীয় রাজনীতিকদের সম্মান প্রদর্শন করে ডা: ফাতেমা তুজ জোহুরা পিয়া নিজের যুক্তি তুলে ধরে বলেন, কেন আমরা নৌকা মার্কায় ভোট দিব। ৪৭ পরবর্তী সময়ে নৌকা মার্কায় ভোট না দিলে দেশের অবস্থান কোথায় থাকতো তার প্রার্থক্য খন্ডন করেন। এসময় পুরো সমাবেশস্থল ছিল পিন পতন নিরবতায় স্রোতামুগ্ধ।

 

জন্মগতভাবেই আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠা আত্মপ্রত্যয়ী,সুশিক্ষিত ফাতেম তুজ জোহরা পিয়া পেশায় একজন ডাক্তার। তিনি বর্তমানে নিজ পেশায় দক্ষতা অর্জনে অস্ট্রেলিয়ায় গণস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন। ৯ ডিসেম্বর ময়মনসিংহ গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন ডা: পিয়া।

 

ডা: ফাতেমা তুজ জোহরা পিয়া বলেন, নৌকার কান্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি উন্নয়ন উপহার দিয়ে থাকেন। যদি সে উন্নয়ন আপনাদের কাজে লেগে থাকে, তবেই নৌকায় ভোট দিবেন।
তিনি দলমত নির্বিশেষে সকলকে আয়নার সামনে একটিবার দাড়িয়ে নিজের প্রতি প্রশ্ন করে সিদ্ধান্তটি নিতে অনুরোধ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, ৪৭ বছরের স্বাধীনতায় শেষ ১০ বছরে বাংলাদেশ কোথায় এসে দাড়িয়েছে এ প্রশ্নের উত্তরই আমাকে নৌকার জন্য ভোট চাইতে আত্মবিশ্বাসি করে। আমি বিশ্বাস করি দেশের উন্নয়নকামি জনগনেরও আমার মতই নিজেকে দেখার চোখ রয়েছে। বর্তমান সময়ে আমরা সকলেই সচেতন। আমি এ উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে চাই। জনগণও চায় বলে আমি বিশ্বাস করি।

 

ডা: পিয়া বলেন, প্রেট্রোল বোমা বলতে আমরা এ প্রজন্ম বিএনপিকে বুঝি, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসকে চিনি। ২০০১ থেকে ২০০৯ সালে বিএনপি জামায়াত দেশে নির্যাতনের নজির সৃষ্টি করেছে। আমার ৬৫ বছরের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে ধরে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে। আমার বড় ভাই মোহিত উর রহমান শান্তর মতো আওয়ামী লীগ পরিবারের প্রতিটি কর্মীকে অকথ্য নির্যাতন করেছে। হত্যা করেছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে।

 

তিনি বলেন, রগকাটা, জবাই করা, আগুনে পুড়িয়ে মারা সেই দলটি যদি কোনভাবে আবার ক্ষমতায় আসে। যদি এরেকবার দেশে আরেকটি আওয়ামী লীগারকে হত্যা করা হয়, অথবা সাধারণ একজন জনগণকেও আগুনে পুড়িয়ে মারা হয়। তবে এর জন্য আমি, আপনি, আমরা সকলেই দায়ি থাকবো। কারণ আমাদের একটি ভোটের ভূল সিদ্ধান্ত দেশকে ফের ২০০১ এ নিয়ে যেতে পারে। এর দায়বদ্ধতা থেকে আমি আপনি আমরা কেউই মুক্তি পাবো না।

 

তিনি গফরগাঁয়ের কিংবদন্তি নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ ও বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এর জন্য নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন, ১৫ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্যবৃন্দ প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com