রাত ২:১২ | মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রনেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে পরিক্ষীত ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান

বিল্লাল হোসেন প্রান্তঃ

বর্তমান সময়ে ময়মনসিংহ ছাত্র রাজনীতিতে সবচাইতে জনপ্রিয়তায় রয়েছেন তরুণ ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান। ক্লিন ইমেজ, দলের প্রতি নিবেদিত কর্মকান্ড,উদ্দমী,সৃজনশীল,দুরদৃষ্টি সম্পন্নতায় তিনি দেখিয়েছেন শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। ফয়জুর রাজ্জাক উষান অতীতে দলীয় সকল নির্দেশনা পালন করে ময়মনসিংহে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে করেছেন শক্তিশালী। তার এ পথচলা স্কুল জীবন থেকেই।

যখন তিনি ক্লাস সেভেনে পড়েন তখন থেকেই জয় বাংলার মিছিলে অংশগ্রহন ছিলো তার নেশা। জীবনে প্রথম, চাচা প্রিন্সিপাল অধ্যক্ষ মতিউর রহমানের এমপি মনোনয়ন প্রাপ্তির মিছিলে অংশগ্রহন করে চাচাতো ভাই মোহিত-উর রহমান শান্তর পদাংক অনুসরন করে।

সেসময়ই তিনি ময়মনসিংহের সিনিয়র নেতাদের প্রিয়পাত্র হিসাবে নিজের যায়গা করে নেন। ওই সময় থেকেই সহপাঠি, বিভিন্ন এলাকার বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে মিছিলে অংশগ্রহন করেন। আজ সেই ছাত্রনেতার ডাকে নগরীতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মিছিল হলে তা পরিনত হয় মিছিলের নগরী। অবাক নেতৃত্ব।

ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান শুধু নেতৃত্বেই দক্ষ নন। তার রয়েছে কর্মীবান্ধব নেতা হিসেবে নিজস্ব সকিয়তা। কোন কর্মী অসুস্থ হয়ে পরলে কিংবা পড়ালেখায় কেউ অমনোযোগী হলে তার বাড়িতে পৌছে যেতে বা খোঁজখবর রাখতে তিনি ভুল করেন না। তার এমন দায়িত্বশীলতা সাধারণ ছাত্রলীগ প্রেমি তরুণদের মণ ছোঁয়ে যায়। যা সকলের কাছে একবাক্যে সমাদৃত।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনু সাধারন সম্পাদক সাজ্জদ জাহান শাহীন এর কমিটিতে সহ সাধারণ সম্পাদক,তাজ রানা ও আক্তারুজ্জামান রবিন এর কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ উষান সফলভাবে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।

ছাত্রনেতা উষান কথায় কাজে অনঢ়। তুখোর সাংগঠনিক শক্তি সম্পন্ন এ ছাত্র নেতা অন্যায়ের কাছে বর্জ্রকন্ঠস্বর।স্বদআলাপি উষান দলীয় নেতাকর্মীদের নিয়েই বেশি সময় কাটাতে পছন্দ করেন।

গুঞ্জন রয়েছে অপ্ল সময়ের মধ্যেই ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিতে নেতৃত্বের পালাবদল আসছে। এমন গুঞ্জণ নিয়ে সাবেক বেশ কয়েকজন ছাত্রনেতার সাথে কথা হয় জনমত ডট কমের। এক্ষেত্রে বর্তমান সময়ে জনপ্রিয়দের মধ্যে এগিয়ে রয়েছেন ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান।

সাবেক ছাত্রনেতারা বলেন, ছাত্রলীগের নেতৃত্বদানে অনেক নেতার নামেই অনেক স্ক্যান্ডেল রয়েছে। চাঁদাবাজী,মাদক ব্যবসা,অস্ত্র মামলাসহ নানা কারনে অভিযুক্ততার। সেক্ষেত্রে ফয়জুর রাজ্জাক উষান ক্লিন ইমেজের একজন ছাত্রনেতা হিসাবে সবারকাছে প্রমানিত। মুক্তিযুদ্ধের চেতনায় যিনি আপোষহীন।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

» তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি সুবিধা মতো সুর পাল্টায়-বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার

» ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদীরা-মোহিত উর রহমান শান্ত

» বিএনপিকে রাজপথে প্রতিহত করা হবে- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহিত উর রহমান শান্ত

» বাংলাদেশের অসাম্প্রদায়িক চেহারাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ছাড়া কোন গন্তব্য নাই-মোহিত উর রহমান শান্ত

» সেহড়ায় হোমিওপ্যাথি কলেজের জমি দখলে বাউন্ডারি দেয়াল দেয়ার অভিযোগ

» ব্রহ্মপুত্রের পাড়ে প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ কলরব

» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ছাত্রনেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে পরিক্ষীত ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান

বিল্লাল হোসেন প্রান্তঃ

বর্তমান সময়ে ময়মনসিংহ ছাত্র রাজনীতিতে সবচাইতে জনপ্রিয়তায় রয়েছেন তরুণ ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান। ক্লিন ইমেজ, দলের প্রতি নিবেদিত কর্মকান্ড,উদ্দমী,সৃজনশীল,দুরদৃষ্টি সম্পন্নতায় তিনি দেখিয়েছেন শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। ফয়জুর রাজ্জাক উষান অতীতে দলীয় সকল নির্দেশনা পালন করে ময়মনসিংহে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে করেছেন শক্তিশালী। তার এ পথচলা স্কুল জীবন থেকেই।

যখন তিনি ক্লাস সেভেনে পড়েন তখন থেকেই জয় বাংলার মিছিলে অংশগ্রহন ছিলো তার নেশা। জীবনে প্রথম, চাচা প্রিন্সিপাল অধ্যক্ষ মতিউর রহমানের এমপি মনোনয়ন প্রাপ্তির মিছিলে অংশগ্রহন করে চাচাতো ভাই মোহিত-উর রহমান শান্তর পদাংক অনুসরন করে।

সেসময়ই তিনি ময়মনসিংহের সিনিয়র নেতাদের প্রিয়পাত্র হিসাবে নিজের যায়গা করে নেন। ওই সময় থেকেই সহপাঠি, বিভিন্ন এলাকার বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে মিছিলে অংশগ্রহন করেন। আজ সেই ছাত্রনেতার ডাকে নগরীতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মিছিল হলে তা পরিনত হয় মিছিলের নগরী। অবাক নেতৃত্ব।

ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান শুধু নেতৃত্বেই দক্ষ নন। তার রয়েছে কর্মীবান্ধব নেতা হিসেবে নিজস্ব সকিয়তা। কোন কর্মী অসুস্থ হয়ে পরলে কিংবা পড়ালেখায় কেউ অমনোযোগী হলে তার বাড়িতে পৌছে যেতে বা খোঁজখবর রাখতে তিনি ভুল করেন না। তার এমন দায়িত্বশীলতা সাধারণ ছাত্রলীগ প্রেমি তরুণদের মণ ছোঁয়ে যায়। যা সকলের কাছে একবাক্যে সমাদৃত।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনু সাধারন সম্পাদক সাজ্জদ জাহান শাহীন এর কমিটিতে সহ সাধারণ সম্পাদক,তাজ রানা ও আক্তারুজ্জামান রবিন এর কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ উষান সফলভাবে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।

ছাত্রনেতা উষান কথায় কাজে অনঢ়। তুখোর সাংগঠনিক শক্তি সম্পন্ন এ ছাত্র নেতা অন্যায়ের কাছে বর্জ্রকন্ঠস্বর।স্বদআলাপি উষান দলীয় নেতাকর্মীদের নিয়েই বেশি সময় কাটাতে পছন্দ করেন।

গুঞ্জন রয়েছে অপ্ল সময়ের মধ্যেই ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিতে নেতৃত্বের পালাবদল আসছে। এমন গুঞ্জণ নিয়ে সাবেক বেশ কয়েকজন ছাত্রনেতার সাথে কথা হয় জনমত ডট কমের। এক্ষেত্রে বর্তমান সময়ে জনপ্রিয়দের মধ্যে এগিয়ে রয়েছেন ছাত্রনেতা ফয়জুর রাজ্জাক উষান।

সাবেক ছাত্রনেতারা বলেন, ছাত্রলীগের নেতৃত্বদানে অনেক নেতার নামেই অনেক স্ক্যান্ডেল রয়েছে। চাঁদাবাজী,মাদক ব্যবসা,অস্ত্র মামলাসহ নানা কারনে অভিযুক্ততার। সেক্ষেত্রে ফয়জুর রাজ্জাক উষান ক্লিন ইমেজের একজন ছাত্রনেতা হিসাবে সবারকাছে প্রমানিত। মুক্তিযুদ্ধের চেতনায় যিনি আপোষহীন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com