বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ শহরতলীর বিভিন্ন এলাকা ও ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা হেরোইনসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান,১৬ জুলাই ভালুকা থানার ভরাডোবা থেকে ২৯ গ্রাম হেরোইন ও ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সজিব মিয়াকে(২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
একই দিন অপর একটি অভিযানিক টিম চুরখাই টু দাপুনিয়া রাস্তা থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহানকে (৩২) গ্রেফতার করে।
ওসি জানান, ১৭ জুলাই নগরীর গলগন্ড থেকে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান @ মাসুম(৩৫), পিতা-মৃত ইদ্রিস আলী, ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৫), ও মোঃ আল আমিনকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।