রাত ২:৪০ | মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির গন্ধ মুছতে আপনাকে আরও কিছু বছর আওয়ামী লীগ করতে হবে- মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্তঃ

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমকে উদ্দেশ্য করে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেছেন,”আপনাকে আওয়ামী লীগার হতে হলে আরো কয়েকটি বছর আওয়ামী লীগ করতে হবে। কারণ বিগত সময়ে যখন আপনি বিএনপি করেছেন, সাবেক ছাত্র দলের নেতা ছিলেন এই গন্ধ মুছতে মুছতে আপনার অনেক দিন চলে যাবে”।

 

 

৪ মার্চ ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহিত উর রহমান শান্ত। উল্লেখ্য সম্প্রতি চরাঞ্চলের একটি সভায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে উদ্দেশ্য করে আমিনুল হক শামীমের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে নেতাকর্মীরা চর গোবদিয়ার সভায় তা উল্লেখ্য করে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাখখর খোকন, সদর উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সরকার, মহানগর আওয়ামী লীগ নেতা ইমরান, মহানগর আওয়ামী লীগ সদস্য সোহাগ, ছাত্রলীগ নেতা পাভেল প্রমূখ।

 

 

মোহিত উর রহমান শান্ত বলেন, শেখ হাসিনা ছাড়া আর কারো উপর আস্থা রাখার দরকার নাই। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কিছু নাই। মানুষের তার ওপর আস্থা ভালোবাসা ছাড়া আওয়ামী লীগের কিছু নাই। আমরা যারা তাঁর নেতাকর্মী আমরা তার আলোয় আলোকিত। শেখ হাসিনার আলো যদি নিভে যায়। সেদিন আমাদের কারো কিছু করার থাকবেনা। বাংলাদেশের আলো নিভে যাবে।

 

 

মোহিত উর রহমান শান্ত নিজের বক্তব্যের শেষ দিকে বলেন, শেষ করার আগে একটি কথা বলি বক্তারা সবাই সেই কথা এখানে তুলেছেন। আমিনুল হক শামীম সাহেব একজন ব্যবসায়ী মানুষ সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি এই ঈশ্বরদিয়া ইউনিয়নে, আমার বাবার হাত ধরে যারা নেতা হয়েছিল সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, যাকে আমি নেতা বানিয়েছিলাম এই জুটমিলের সভাপতি বানিয়েছিলাম ওসমান চাচা, তাদের সামনে রেখে উনি কিছু কথা বলে গেছেন।

 

 

শান্ত বলেন, আমি মোহিত উর রহমান শান্ত আমার রাজনৈতির বয়স ২৮ বছর। আমি স্বৈরাচার বিরোধী এরশাদ আমলে জিল্লু ভাই বাবু ভাইদের মিছিলের সামনে, পেছনে পেছনে ছোট্ট ছেলে রাজনীতি করেছি। আমি যদি বলতে চাই তাহলে তো তিনি অনেক সম্মানিত হয়ে যাবেন। কারণ আমি মানুষ হিসেবে না, আমি একজন আওয়ামী লীগার হিসেবে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমি তার চাইতে অনেক বেশি সমৃদ্ধ। এখানে আমার অনেক নেতা-কর্মী আছেন আমার সবচাইতে কনিষ্ঠকর্মীর রাজনৈতিক বয়স ১০ থেকে ১২ বছরের নিচে না।

 

 

তিনি আমিনুল হক শামীম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে আওয়ামী লীগার হতে হলে আরো কয়েকটি বছর আওয়ামী লীগ করতে হবে। কারণ বিগত আমলে যখন আপনি বিএনপি করেছেন, সাবেক ছাত্রদলের নেতা ছিলেন এই গন্ধ মুছতে মুছতে আপনার অনেক দিন চলে যাবে। এরপর যদি রাজনীতি ছেড়ে দেই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক অনেক বছর, আমরা সবাই রাজনীতি ছেড়ে দিলেও যতদিন বাঁচবো, ততদিন আপনি জয়বাংলা বলতে বলতে আমাদের সমকক্ষ হতে পারবেন না।

 

 

শান্ত বলেন, আরেকটি কথা। “আপনি যে কথাগুলো তুলেছেন, আমাকে নিয়ে যে কথাগুলোর অবতারণ করেছেন”। “যেই জায়গায় করেছেন, যাদেরকে নিয়ে করেছেন, তাদের আঙ্গীনায় এই চরাঞ্চলের হাজার হাজার মানুষকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি একটি জনসভা করবো”। “সেই জনসভায় আমি আপনার সম্বন্ধে খালি তিনটি কথা বলবো, এরপর দিন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে ময়মনসিংহে মুখ দেখাতে পারেন তাহলে আমি মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ ছেড়ে দিবো”।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল পাঠান, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষাণ, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, সেলিম উদ্দিন, এবিএম আক্তারুজ্জামান রবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মসাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, যুবলীগ নেতা রাফিউল রাজ্জাক বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান মারুফ, আবুল হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিয়ম প্রমূখ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

» তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি সুবিধা মতো সুর পাল্টায়-বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার

» ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদীরা-মোহিত উর রহমান শান্ত

» বিএনপিকে রাজপথে প্রতিহত করা হবে- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহিত উর রহমান শান্ত

» বাংলাদেশের অসাম্প্রদায়িক চেহারাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ছাড়া কোন গন্তব্য নাই-মোহিত উর রহমান শান্ত

» সেহড়ায় হোমিওপ্যাথি কলেজের জমি দখলে বাউন্ডারি দেয়াল দেয়ার অভিযোগ

» ব্রহ্মপুত্রের পাড়ে প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ কলরব

» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

বিএনপির গন্ধ মুছতে আপনাকে আরও কিছু বছর আওয়ামী লীগ করতে হবে- মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্তঃ

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমকে উদ্দেশ্য করে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেছেন,”আপনাকে আওয়ামী লীগার হতে হলে আরো কয়েকটি বছর আওয়ামী লীগ করতে হবে। কারণ বিগত সময়ে যখন আপনি বিএনপি করেছেন, সাবেক ছাত্র দলের নেতা ছিলেন এই গন্ধ মুছতে মুছতে আপনার অনেক দিন চলে যাবে”।

 

 

৪ মার্চ ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহিত উর রহমান শান্ত। উল্লেখ্য সম্প্রতি চরাঞ্চলের একটি সভায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে উদ্দেশ্য করে আমিনুল হক শামীমের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে নেতাকর্মীরা চর গোবদিয়ার সভায় তা উল্লেখ্য করে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাখখর খোকন, সদর উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সরকার, মহানগর আওয়ামী লীগ নেতা ইমরান, মহানগর আওয়ামী লীগ সদস্য সোহাগ, ছাত্রলীগ নেতা পাভেল প্রমূখ।

 

 

মোহিত উর রহমান শান্ত বলেন, শেখ হাসিনা ছাড়া আর কারো উপর আস্থা রাখার দরকার নাই। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কিছু নাই। মানুষের তার ওপর আস্থা ভালোবাসা ছাড়া আওয়ামী লীগের কিছু নাই। আমরা যারা তাঁর নেতাকর্মী আমরা তার আলোয় আলোকিত। শেখ হাসিনার আলো যদি নিভে যায়। সেদিন আমাদের কারো কিছু করার থাকবেনা। বাংলাদেশের আলো নিভে যাবে।

 

 

মোহিত উর রহমান শান্ত নিজের বক্তব্যের শেষ দিকে বলেন, শেষ করার আগে একটি কথা বলি বক্তারা সবাই সেই কথা এখানে তুলেছেন। আমিনুল হক শামীম সাহেব একজন ব্যবসায়ী মানুষ সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি এই ঈশ্বরদিয়া ইউনিয়নে, আমার বাবার হাত ধরে যারা নেতা হয়েছিল সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, যাকে আমি নেতা বানিয়েছিলাম এই জুটমিলের সভাপতি বানিয়েছিলাম ওসমান চাচা, তাদের সামনে রেখে উনি কিছু কথা বলে গেছেন।

 

 

শান্ত বলেন, আমি মোহিত উর রহমান শান্ত আমার রাজনৈতির বয়স ২৮ বছর। আমি স্বৈরাচার বিরোধী এরশাদ আমলে জিল্লু ভাই বাবু ভাইদের মিছিলের সামনে, পেছনে পেছনে ছোট্ট ছেলে রাজনীতি করেছি। আমি যদি বলতে চাই তাহলে তো তিনি অনেক সম্মানিত হয়ে যাবেন। কারণ আমি মানুষ হিসেবে না, আমি একজন আওয়ামী লীগার হিসেবে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমি তার চাইতে অনেক বেশি সমৃদ্ধ। এখানে আমার অনেক নেতা-কর্মী আছেন আমার সবচাইতে কনিষ্ঠকর্মীর রাজনৈতিক বয়স ১০ থেকে ১২ বছরের নিচে না।

 

 

তিনি আমিনুল হক শামীম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে আওয়ামী লীগার হতে হলে আরো কয়েকটি বছর আওয়ামী লীগ করতে হবে। কারণ বিগত আমলে যখন আপনি বিএনপি করেছেন, সাবেক ছাত্রদলের নেতা ছিলেন এই গন্ধ মুছতে মুছতে আপনার অনেক দিন চলে যাবে। এরপর যদি রাজনীতি ছেড়ে দেই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক অনেক বছর, আমরা সবাই রাজনীতি ছেড়ে দিলেও যতদিন বাঁচবো, ততদিন আপনি জয়বাংলা বলতে বলতে আমাদের সমকক্ষ হতে পারবেন না।

 

 

শান্ত বলেন, আরেকটি কথা। “আপনি যে কথাগুলো তুলেছেন, আমাকে নিয়ে যে কথাগুলোর অবতারণ করেছেন”। “যেই জায়গায় করেছেন, যাদেরকে নিয়ে করেছেন, তাদের আঙ্গীনায় এই চরাঞ্চলের হাজার হাজার মানুষকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি একটি জনসভা করবো”। “সেই জনসভায় আমি আপনার সম্বন্ধে খালি তিনটি কথা বলবো, এরপর দিন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে ময়মনসিংহে মুখ দেখাতে পারেন তাহলে আমি মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ ছেড়ে দিবো”।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল পাঠান, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষাণ, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, সেলিম উদ্দিন, এবিএম আক্তারুজ্জামান রবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মসাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, যুবলীগ নেতা রাফিউল রাজ্জাক বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান মারুফ, আবুল হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিয়ম প্রমূখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com