রাত ১:২৫ | মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে গৃহহীন হচ্ছে অষ্টধার ইউনিয়নের শত শত পরিবার

ডেক্স নিউজ : কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে।

 

 

এক সপ্তাহে উপজেলার অষ্টধার ইউনিয়নে রাস্তা ঘাটসহ শতাধিক বসতবাড়ি ও এক শতাধিক একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। নদের ভাঙনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে।

 

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে অষ্টধার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনেরচর, তারাপুর সেনেরচর,রেহাই তারাপুর, ঝাপারকান্দা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোত দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে উজানের ভাঙনে তারাপুর সেনেরচর, ঝাপারকান্দা গ্রামের আবাদি বিভিন্ন ফসলের জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এসব আবাদী জমিতে বেগুন, মরিচ, পটল, কড়লা, শসা, ঢেঁড়স, পাটসহ নানাবিধ ফসল রয়েছে। কিন্তু নদের ভাঙনের কারণে সেসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারছেন না।

 

 

অষ্টধার ইউনিয়নের ঝাপারকান্দা গ্রামের জয়নাল আবেদীন জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে চরাঞ্চলের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। এ সময় নদী ভাঙনের কথা নয়। অথচ গত চার মাস থেকে দফায় দফায় নদে ভাঙন চলছে। যার কারণে অষ্টধার ইউনিয়নের পাচশ বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদে বিলীন হয়ে গেছে।

 

 

চরের মানুষ শাকসবজির আবাদ করে ৬ মাস সংসার চালায়। কিন্তু এ বছর নদে ভাঙন অব্যাহত থাকায় কৃষকরা শাকসবজি ঘরে তুলতে পারছে না।

 

 

তিনি জানান, তার দুই বিঘা জমির তোষাপাট ও এক বিঘা জমির পটোল ক্ষেত নদে বিলীন হয়ে গেছে। তাই ভাঙনরোধে একটি স্থায়ী বাঁধের নির্মাণের দাবি স্থানীয়দের। ১নং অষ্টধার ইউপি চেয়ারম্যান মো: তারেক হাসান জানান, ড্রেজিং করে নদের স্বাভাবিক গতিপথ ঠিক রাখা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। কারণ দীর্ঘদিন ধরে পলি জমে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। নদের ভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান, আমি ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন কবলিত ঝাপারকান্দা গ্রাম পরিদর্শন করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

তিনি আরো জানান, ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান করেছি। এবং উক্ত ক্ষতিগ্রস্থ লোকদের পুন:বাসনের ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছি ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

» তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি সুবিধা মতো সুর পাল্টায়-বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার

» ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদীরা-মোহিত উর রহমান শান্ত

» বিএনপিকে রাজপথে প্রতিহত করা হবে- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহিত উর রহমান শান্ত

» বাংলাদেশের অসাম্প্রদায়িক চেহারাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ছাড়া কোন গন্তব্য নাই-মোহিত উর রহমান শান্ত

» সেহড়ায় হোমিওপ্যাথি কলেজের জমি দখলে বাউন্ডারি দেয়াল দেয়ার অভিযোগ

» ব্রহ্মপুত্রের পাড়ে প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ কলরব

» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে গৃহহীন হচ্ছে অষ্টধার ইউনিয়নের শত শত পরিবার

ডেক্স নিউজ : কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে।

 

 

এক সপ্তাহে উপজেলার অষ্টধার ইউনিয়নে রাস্তা ঘাটসহ শতাধিক বসতবাড়ি ও এক শতাধিক একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। নদের ভাঙনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে।

 

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে অষ্টধার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনেরচর, তারাপুর সেনেরচর,রেহাই তারাপুর, ঝাপারকান্দা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোত দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে উজানের ভাঙনে তারাপুর সেনেরচর, ঝাপারকান্দা গ্রামের আবাদি বিভিন্ন ফসলের জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এসব আবাদী জমিতে বেগুন, মরিচ, পটল, কড়লা, শসা, ঢেঁড়স, পাটসহ নানাবিধ ফসল রয়েছে। কিন্তু নদের ভাঙনের কারণে সেসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারছেন না।

 

 

অষ্টধার ইউনিয়নের ঝাপারকান্দা গ্রামের জয়নাল আবেদীন জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে চরাঞ্চলের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। এ সময় নদী ভাঙনের কথা নয়। অথচ গত চার মাস থেকে দফায় দফায় নদে ভাঙন চলছে। যার কারণে অষ্টধার ইউনিয়নের পাচশ বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদে বিলীন হয়ে গেছে।

 

 

চরের মানুষ শাকসবজির আবাদ করে ৬ মাস সংসার চালায়। কিন্তু এ বছর নদে ভাঙন অব্যাহত থাকায় কৃষকরা শাকসবজি ঘরে তুলতে পারছে না।

 

 

তিনি জানান, তার দুই বিঘা জমির তোষাপাট ও এক বিঘা জমির পটোল ক্ষেত নদে বিলীন হয়ে গেছে। তাই ভাঙনরোধে একটি স্থায়ী বাঁধের নির্মাণের দাবি স্থানীয়দের। ১নং অষ্টধার ইউপি চেয়ারম্যান মো: তারেক হাসান জানান, ড্রেজিং করে নদের স্বাভাবিক গতিপথ ঠিক রাখা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। কারণ দীর্ঘদিন ধরে পলি জমে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। নদের ভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান, আমি ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন কবলিত ঝাপারকান্দা গ্রাম পরিদর্শন করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

তিনি আরো জানান, ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান করেছি। এবং উক্ত ক্ষতিগ্রস্থ লোকদের পুন:বাসনের ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছি ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com