সন্ধ্যা ৭:০০ | রবিবার | ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঘুরে দাড়িয়েছে লাঙ্গল মাঠ চষে বেড়াচ্ছেন শান্ত

বিল্লাল হোসেন প্রান্তঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট ডাউন শুরু। আর মাত্র ৮ দিন বাকী। ময়মনসিংহ সদর আসনে মহাজোট প্রার্থী বেগম রওশন এরশাদ এর নির্বাচনী প্রচারনায় লেগেছে জনজোয়ারের হাওয়া। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, সমাবেশ, বৈঠক করে লাঙ্গলের পক্ষে ভোটের প্রার্থনা করছেন।

 

এর আগে যৌথ প্রতিনিধি সভা করে লাঙলের পক্ষে মাঠে নামতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন ময়মনসিংহে সিংহ পুরুষ সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

 

এরই ধারাবাহিকতায় ২২ডিসেম্বর শনিবার দুপুরে চরাঞ্চলের বোররচর কাচারি বাজার সমাবেশ করেন মোহির উর রহমান শান্ত।

 

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা একজোট হয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তাদেরকে জনগণ প্রত্যাক্ষান করেছে, জনগণ তাদের সাথে নাই। কিন্তু এ চক্র বিগত দিনের মতো এবারও মানুষ পুড়িয়ে গলিপথে ক্ষমতা যাওয়ার পারতারা করছে।

 

মোহিত উর রহমান শান্ত চরাঞ্চলে পিতা অধ্যক্ষ মতিউর রমমানের সাথে নির্বাচনী গনসংযোগে আসার অতিত স্মৃতি স্মরণ করে বলেন, চরাঞ্চল চাইলেই ময়মনসিংহ সদরে কে এমপি হবে তা নির্ধারন হয়।

 

তিনি বলেন, ২০০৮ সালে আমার পিতা অধ্যক্ষ মতিউর রহমান এমপি নির্বাচিত হয়েছিলেন। আজ চরাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পন্য নিয়ে খুব সহজেই শহরে যেতে পারেন। এক্ষেত্রে ২০১৪ নির্বাচনের পর বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি হওয়ার পর চরাঞ্চলের সাথে শহরের রাস্তাগুলোকে পুঃসংস্কার করেন।

 

শান্ত বলেন, আগামী ৩০ তারিখ লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে চরাঞ্চলের রায়ই হবে নৌকার তথা জননেত্রী শেখ হাসিনার রায়।

 

বোররচরের সবাস্থলে পৌছানোর পুর্বে শম্ভুগঞ্জ থেকে শত শত মটরশোবাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা জননেতা মোহিত উর রহমান শান্তকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ফুলের বিনিময়ে নেতাকর্মীসহ পথে পথে সাধারণ জনগণকে লাঙ্গল মার্কার লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করেন।

 

৩ নং বোররচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শওকত আলী বুদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, ৪ নং পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মাষ্টার, ৫ নং সিরতা ইউনিয়ন সভাপতি আলহাজ আব্দুল মোতালেব সরকার, ৬নং চর ঈশ্বরদিয়া চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর, সদর উপজেলা কোতোয়ালী যুবলীগ যুগ্ম সাধারণ আবু সাঈদ,মহানগর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী, মহানগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষাণ প্রমুখ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য র‍্যালী করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ

» শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই আজকের ঝকঝকে তকতকে বাংলাদেশ

» টিম কোতোয়ালী পুলিশী দক্ষতা অর্জনের অনুপ্রেরণা

» ময়মনসিংহে মোহিত উর রহমান শান্তর ঈদ উপহার বিতরণ

» ময়মনসিংহে রাতের আঁধারে মোহিত উর রহমান শান্তর প্যানায় রং দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা!

» সোহরাওয়ার্দীর যুব সমুদ্রে ময়মনসিংহ যুবলীগ

» মেঘনা গ্রুপে ডাকাতি; ৮ ডাকাত গ্রেফতার, ৪ হাজার লিটার তেল উদ্ধার ; কোতোয়ালী পুলিশের সফল অভিযান

» ময়মনসিংহে নাশকতার দায়ে জামায়াতের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ

» বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হলেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

» যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় ময়মনসিংহ জেলা যুবলীগের দোয়া মাহফিল

» দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে এতিমদের মাঝে ময়মনসিংহ জেলা যুবলীগের খাবার বিতরণ

» জিডি ও মামলায় ১২ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ- নবাগত এসপি মাছুম আহাম্মদের প্রতিশ্রুতি

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ময়মনসিংহে ঘুরে দাড়িয়েছে লাঙ্গল মাঠ চষে বেড়াচ্ছেন শান্ত

বিল্লাল হোসেন প্রান্তঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট ডাউন শুরু। আর মাত্র ৮ দিন বাকী। ময়মনসিংহ সদর আসনে মহাজোট প্রার্থী বেগম রওশন এরশাদ এর নির্বাচনী প্রচারনায় লেগেছে জনজোয়ারের হাওয়া। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, সমাবেশ, বৈঠক করে লাঙ্গলের পক্ষে ভোটের প্রার্থনা করছেন।

 

এর আগে যৌথ প্রতিনিধি সভা করে লাঙলের পক্ষে মাঠে নামতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন ময়মনসিংহে সিংহ পুরুষ সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

 

এরই ধারাবাহিকতায় ২২ডিসেম্বর শনিবার দুপুরে চরাঞ্চলের বোররচর কাচারি বাজার সমাবেশ করেন মোহির উর রহমান শান্ত।

 

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা একজোট হয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তাদেরকে জনগণ প্রত্যাক্ষান করেছে, জনগণ তাদের সাথে নাই। কিন্তু এ চক্র বিগত দিনের মতো এবারও মানুষ পুড়িয়ে গলিপথে ক্ষমতা যাওয়ার পারতারা করছে।

 

মোহিত উর রহমান শান্ত চরাঞ্চলে পিতা অধ্যক্ষ মতিউর রমমানের সাথে নির্বাচনী গনসংযোগে আসার অতিত স্মৃতি স্মরণ করে বলেন, চরাঞ্চল চাইলেই ময়মনসিংহ সদরে কে এমপি হবে তা নির্ধারন হয়।

 

তিনি বলেন, ২০০৮ সালে আমার পিতা অধ্যক্ষ মতিউর রহমান এমপি নির্বাচিত হয়েছিলেন। আজ চরাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পন্য নিয়ে খুব সহজেই শহরে যেতে পারেন। এক্ষেত্রে ২০১৪ নির্বাচনের পর বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি হওয়ার পর চরাঞ্চলের সাথে শহরের রাস্তাগুলোকে পুঃসংস্কার করেন।

 

শান্ত বলেন, আগামী ৩০ তারিখ লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে চরাঞ্চলের রায়ই হবে নৌকার তথা জননেত্রী শেখ হাসিনার রায়।

 

বোররচরের সবাস্থলে পৌছানোর পুর্বে শম্ভুগঞ্জ থেকে শত শত মটরশোবাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা জননেতা মোহিত উর রহমান শান্তকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ফুলের বিনিময়ে নেতাকর্মীসহ পথে পথে সাধারণ জনগণকে লাঙ্গল মার্কার লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করেন।

 

৩ নং বোররচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শওকত আলী বুদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, ৪ নং পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মাষ্টার, ৫ নং সিরতা ইউনিয়ন সভাপতি আলহাজ আব্দুল মোতালেব সরকার, ৬নং চর ঈশ্বরদিয়া চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর, সদর উপজেলা কোতোয়ালী যুবলীগ যুগ্ম সাধারণ আবু সাঈদ,মহানগর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী, মহানগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষাণ প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com