বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহে বিপুল পরিমানে ভারতীয় শ্যাম্পু, হরলিক্স, পেস্ট, তেল ও চকলেটসহ দুই যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন, রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ইউসুফ শিকদার(৩৪) ও সজিব শিকদার(৩২)।
শুক্রবার ২৪ জুলাই দুপুরে ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্রীজ সড়কে ঢাকাগামী মামনি পরিবহন নামক বাসে তল্লাশি চালিয়ে চোরাচালানসহ দুই যুবককে আটক করে পুলিশ। কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই আবুল কাশেম, এসএসআই রুবেল।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর থেকে ভারতীয় পণ্য নিয়ে চোরাকারবারিরা ঢাকা যাচ্ছে। এমন সংবাদ জানার পর মামনি পরিবহন ১ ও ৩ দুটি বাসে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত পণ্যের সিজার দেখছেন ওসি
এ সময় বাস দুটিতে তল্লাশি চালিয়ে ২০৬০ পিস ক্লিনিক প্লাস শ্যাম্পু, ২৫০ কৌটা হরলিক্স, ২০০ পিস পেস্ট, ৪০ বোতল নবরতন তেল, ২০০ বোতল সেভেন ওয়েল তেল, ৮ প্যাকেট কিটকাট ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। সীমান্তের চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে যা নিয়ে আসা হয়েছে।
ওসি জানান আটককৃত সজিব ও ইউসুফ শিকদারের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।