বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহের পাটগুদাম রেলির মোড় এলাকার অস্ত্র ও দ্রুত বিচার মামলার আসামি রেজাউল করিম রক্সি (২৪) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রক্সি পাটগুদাম রেলির মোড় এলাকার উজ্জল এর ছেলে।
শনিবার ২১ সেপ্টেম্বর রাতে রক্সিকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।
এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি তদন্ত খন্দকার শাকের জানান, রেজাউল করিম রক্সি দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।

গ্রেফতারকৃত রক্সির ফাইল ছবি
উল্লেখ্য, রেজাউল করিম রক্সি ২০১৮ সালের জুন মাসে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই মামলায় অপর আসামি চামড়াগুদাম এলাকার ইয়াসিন আরাফাত শাওন ওরফে (শাওন পারভেজ), কৃষ্টপুরের জনি মিয়া, রেলির মোড়ের সৌরভকে পলাতক আসামি উল্লেখ্য করে অস্ত্র আইনের ১৯/ ক ১৯ চ ধারায় মামলা রুজু করে ডিবি পুলিশ।