রাত ১২:০৮ | বৃহস্পতিবার | ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

বিল্লাল হোসেন প্রান্তঃ
লাগাতার শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি দিয়ে বিএনপি জামায়াতের আহুত অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহের রাজপথ নিরবিচ্ছিন্নভাবে দখলে রাখছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। নগরীর বিভিন্ন পয়েন্টে পর্যাক্রমে চলছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। সড়কে মহাসড়কে নেতাকর্মীদের অব্যাহত অবস্থান নিশ্চিত করতে তৎপর মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। আহুত কর্মসূচি পালন শেষেও যেকোন নাশকতা প্রতিহত করতে সার্বক্ষনিক তৎপর থাকছেন নেতৃবৃন্দ।

বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেটে খাওয়া মানুষকে সাহস যোগাতে সড়কে প্রতীকী অটোরিকশা চালিয়ে প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। রবিবার ৫ নভেম্বর নগরীর সি কে ঘোষ রোড থেকে গাঙ্গিনারপাড় সড়কে প্রতীকী অটোরিকশা চালান তিনি। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ হতচকিত ও উৎফুল্ল হয়ে মহানগর সাধারণ সম্পাদকের প্রতিবাদকে হাতে তালি দিয়ে সমর্থন জানান।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত স্বভাবগতভাবেই সাধারণ। তিনি ছোট বেলা থেকেই সাধারণ মানুষের সাথে মিশেন সহজাত ও সরলভাবে। তার এই অটো চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সমাজের সর্বস্থরের মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর অবস্থানকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক নেতার রাজপথে থেকে এ প্রতিবাদ শক্তি সঞ্চার করেছে সমাজের প্রতিটি কর্মজীবি মানুষকে। আর এ দৃশ্য দেখেছে অপরাজনীতির সমর্থক অগ্নিসন্ত্রাসীরা।

ময়মনসিংহে বিএনপি জামায়াতের জন্য মোহিত উর রহমান শান্ত নামটি বহু আগে থেকে ফ্যাক্টর। কারণ তার পিতা প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন ময়মনসিংহ মাটি ও মানুষের কিংবদন্তী নেতা। পিতার রাজনৈতিক পদাংক অনুসরণ করে রাজনীতির পাঠশালায় দিক্ষা নিয়ে ধীরে ধীরে রাজপথ থেকে তিনি উঠে এসেছেন। ক্ষমতায় থেকে নয়, বিরোধী দলে থেকে রাজপথ দাপিয়েছেন আর বিএনপি জামায়াতের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি আজকের শান্ততে রূপান্তর হয়েছেন। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষে কথা বলে, পালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে পিতার মতো করেই তিনি সযত্নে লালন করেন।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

» টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

» বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছেন শেখ হাসিনা-মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

বিল্লাল হোসেন প্রান্তঃ
লাগাতার শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি দিয়ে বিএনপি জামায়াতের আহুত অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহের রাজপথ নিরবিচ্ছিন্নভাবে দখলে রাখছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। নগরীর বিভিন্ন পয়েন্টে পর্যাক্রমে চলছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। সড়কে মহাসড়কে নেতাকর্মীদের অব্যাহত অবস্থান নিশ্চিত করতে তৎপর মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। আহুত কর্মসূচি পালন শেষেও যেকোন নাশকতা প্রতিহত করতে সার্বক্ষনিক তৎপর থাকছেন নেতৃবৃন্দ।

বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেটে খাওয়া মানুষকে সাহস যোগাতে সড়কে প্রতীকী অটোরিকশা চালিয়ে প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। রবিবার ৫ নভেম্বর নগরীর সি কে ঘোষ রোড থেকে গাঙ্গিনারপাড় সড়কে প্রতীকী অটোরিকশা চালান তিনি। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ হতচকিত ও উৎফুল্ল হয়ে মহানগর সাধারণ সম্পাদকের প্রতিবাদকে হাতে তালি দিয়ে সমর্থন জানান।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত স্বভাবগতভাবেই সাধারণ। তিনি ছোট বেলা থেকেই সাধারণ মানুষের সাথে মিশেন সহজাত ও সরলভাবে। তার এই অটো চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সমাজের সর্বস্থরের মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর অবস্থানকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক নেতার রাজপথে থেকে এ প্রতিবাদ শক্তি সঞ্চার করেছে সমাজের প্রতিটি কর্মজীবি মানুষকে। আর এ দৃশ্য দেখেছে অপরাজনীতির সমর্থক অগ্নিসন্ত্রাসীরা।

ময়মনসিংহে বিএনপি জামায়াতের জন্য মোহিত উর রহমান শান্ত নামটি বহু আগে থেকে ফ্যাক্টর। কারণ তার পিতা প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন ময়মনসিংহ মাটি ও মানুষের কিংবদন্তী নেতা। পিতার রাজনৈতিক পদাংক অনুসরণ করে রাজনীতির পাঠশালায় দিক্ষা নিয়ে ধীরে ধীরে রাজপথ থেকে তিনি উঠে এসেছেন। ক্ষমতায় থেকে নয়, বিরোধী দলে থেকে রাজপথ দাপিয়েছেন আর বিএনপি জামায়াতের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি আজকের শান্ততে রূপান্তর হয়েছেন। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষে কথা বলে, পালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে পিতার মতো করেই তিনি সযত্নে লালন করেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com