আপডেটঃ
বিল্লাল হোসেন প্রান্ত ॥
৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীতা দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শুনানি ঘোষনা করেন জেলা রির্টানিং কমকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান
যাচাই-বাছাই শেষে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আশরাফ হোসাইন (আওয়ামী লীগ), মোঃ হামিদুল ইসলাম (এমপিপি)। বাদপড়া চেয়ারম্যান প্রার্থী হলেন, আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), এবিএম সিদ্দিকুল ইসলাম (সতন্ত্র)। বৈধ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোস্তাফিজুর রহমান শাহীন, আক্তারুজ্জামান রাসেল, মাহবুবুর রহমান কাজল। বাদপড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন রেজাউল হাসান বাবু, ।
বৈধ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আফরোজা হক কলি, খুরশিদ আক্তার।
চেয়ারম্যান পদে বাতিল হওয়া সতন্ত্র প্রার্থীদের এক শতাংশ জনপ্রিয়তার স্বাক্ষর দ্বৈবচায়ন ভিত্তিতে ৫ জনের স্বাক্ষর যাচাইয়ে গড়মিল থাকায় বাতিল করা হয়। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান বাবু হলফনামায় স্বাক্ষর না করায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
জানা গেছে প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৩ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৪ মার্চ ।