রাত ১:৪৩ | মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সেবাধর্মী রাজনীতিতে বিশ্বাসী  আসাদুজ্জামান রুমেল

বিল্লাল হোসেন প্রান্তঃ

রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণ ও দেশের সেবা করা। বিশ্বে যারা রাজনীতি করে অমর হয়েছেন, তারা জনগণের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছেন নিস্বার্থভাবে। হয়ে উঠেছেন রাজনীতিকদের আদর্শ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে নিজের সারা জীবন উৎসর্গ করেছেন রাজনীতির পথে। আজ কোটি জনতা ও রাজনীতিকরা জাতির পিতার আদর্শের পথে নিজেকে আত্মনিয়োগ করছেন জনগনের কল্যানে। যাদের লক্ষ্যেই হচ্ছে সেবাধর্মী রাজনীতি করা।

ময়মনসিংহের চরপাড়া এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ও সেবাধর্মী রাজনীতিকদের মধ্যে একটি নাম সর্বজন গৃহীত। তিনি আসাদুজ্জামান রুমেল। ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য হয়েও সেবাধর্মী রাজনীতির জন্য ওই এলাকায় হয়ে উঠেছেন জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ড এলাকার জনগণের কল্যানে নিবেদিত।

আসাদুজ্জামান রুমেল তার রাজনৈতিক পথচলায় ১৪ নং ওয়ার্ড তথা চরপাড়া এলাকায় সকল স্থরের মানুষের কাছে এককথায় ভালোবাসার পাত্র। তরুণ এই যুবলীগ নেতার সমাজকল্যাণমূলক কর্মকান্ড, দলীয় নেতাকর্মীদের প্রতি ভালোবাসা, আদর্শিক চেতনা, দলের প্রতি একাগ্রতা ও সাংগঠনিক দুরদর্শিতায় ইতিমধ্যে জেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হয়ে উঠেছেন ওয়ার্ড আওয়ামী লীগের আইকনিক কর্মীবান্ধব নেতা। যিনি তার এলাকার উন্নয়নসহ যেকোন জনকল্যানমূলক কর্মকান্ডে থাকেন সর্বাজ্ঞে। এলাকার অসহায় গরীব মানুষের সহায়তায় রুমেল সব সময়ই উদার।

আওয়ামী লীগের প্রতিশ্রুতি মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে তার অবস্থান দৃঢ় যার প্রমান তিনি ইতিপূর্বেই দিয়েছেন। ব্যবসা বা বানিজ্যিক জোন ক্ষেত চরপাড়া এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী সোচ্চার আন্দোলনে আসাদুজ্জামান রুমেলের অবস্থান স্পষ্ট। যেকারণে প্রশাসনের বিভিন্ন স্থরেও রুমেল আলোচনার পাত্র। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্থরের নেতাকর্মীদের সাথে রয়েছে তার আস্থাশীলতার মেলবন্ধন। তার সাথে রয়েছে সকল সংগঠনের নেতাকর্মীদের নিবিড় সম্পর্ক। যেটি তিনি তৈরি করেছেন তার কর্ম দক্ষতা, কমিটমেন্ট ও কর্মস্পৃহার মাধ্যমে।

১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগে দক্ষ সংগঠক আসাদুজ্জামান রুমেল

 

আসাদুজ্জামান রুমেল ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য হলেও ওয়ার্ড আওয়ামী লীগে রয়েছে তার উজ্বল আধিপত্য। যার প্রভাব পরিলক্ষিত হয় আওয়ামী লীগের সকল কর্মসূচী ও এজেন্ডা বাস্তবায়নের মাধ্যদিয়ে। জেলা শহরে আওয়ামী লীগে সকল কর্মসূচীতে চরপাড়া তথা আসাদুজ্জামান রুমেলের আয়োজন রীতিমত সাড়া ফেলে ভিন্নতা ও নতুনত্বের মাধ্যমে। জাতীয় শোক দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ আওয়ামী লীগের সকল কর্মসূচীতে চরপাড়ার আয়োজন প্রশংসার দাবি রাখে। যার পেছনে কাজ করে রুমেলের একনিষ্ঠ সাংগঠনির দক্ষতা ও নিবেদিত একঝাঁক কর্মী বাহিনী।

 

রুমেল তার প্রতিষ্ঠিত সততা যুব সংঘ নামে একটি ক্লাব গড়ে তুলেছেন এলাকার জনগনের পাশে থেকে কাজ করার জন্য। যা ইতিমধ্যেই এলাকায় দৃষ্টি আকর্ষণ করেছে সর্বস্থরের মানুষের কাছে। এলাকার সরকারি প্রাইমারী স্কুলে ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা। এই শীতে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, এলাকার পরিস্কার পরিচ্ছন্নতায় নিজের টিম নিয়ে কাজ করাসহ নানাভাবেই একজন সচেতন নাগরীক ও একজন রাজনীতিক হিসাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করে থাকেন আসাদুজ্জামান রুমেল। লোকদেখানো নয়,আদর্শিকভাবেই তিনি মনেপ্রানে সেবাধর্মী রাজনীতিকে বিশ্বাস করেন। যা তিনি বাস্তবায়ন করে চলছেন।

 

 

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

» তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি সুবিধা মতো সুর পাল্টায়-বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার

» ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদীরা-মোহিত উর রহমান শান্ত

» বিএনপিকে রাজপথে প্রতিহত করা হবে- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহিত উর রহমান শান্ত

» বাংলাদেশের অসাম্প্রদায়িক চেহারাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ছাড়া কোন গন্তব্য নাই-মোহিত উর রহমান শান্ত

» সেহড়ায় হোমিওপ্যাথি কলেজের জমি দখলে বাউন্ডারি দেয়াল দেয়ার অভিযোগ

» ব্রহ্মপুত্রের পাড়ে প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ কলরব

» বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করতে হবে- মোহিত উর রহমান শান্ত

» সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ভিডিও বার্তা

» সাত বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

সেবাধর্মী রাজনীতিতে বিশ্বাসী  আসাদুজ্জামান রুমেল

বিল্লাল হোসেন প্রান্তঃ

রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণ ও দেশের সেবা করা। বিশ্বে যারা রাজনীতি করে অমর হয়েছেন, তারা জনগণের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছেন নিস্বার্থভাবে। হয়ে উঠেছেন রাজনীতিকদের আদর্শ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে নিজের সারা জীবন উৎসর্গ করেছেন রাজনীতির পথে। আজ কোটি জনতা ও রাজনীতিকরা জাতির পিতার আদর্শের পথে নিজেকে আত্মনিয়োগ করছেন জনগনের কল্যানে। যাদের লক্ষ্যেই হচ্ছে সেবাধর্মী রাজনীতি করা।

ময়মনসিংহের চরপাড়া এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ও সেবাধর্মী রাজনীতিকদের মধ্যে একটি নাম সর্বজন গৃহীত। তিনি আসাদুজ্জামান রুমেল। ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য হয়েও সেবাধর্মী রাজনীতির জন্য ওই এলাকায় হয়ে উঠেছেন জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ড এলাকার জনগণের কল্যানে নিবেদিত।

আসাদুজ্জামান রুমেল তার রাজনৈতিক পথচলায় ১৪ নং ওয়ার্ড তথা চরপাড়া এলাকায় সকল স্থরের মানুষের কাছে এককথায় ভালোবাসার পাত্র। তরুণ এই যুবলীগ নেতার সমাজকল্যাণমূলক কর্মকান্ড, দলীয় নেতাকর্মীদের প্রতি ভালোবাসা, আদর্শিক চেতনা, দলের প্রতি একাগ্রতা ও সাংগঠনিক দুরদর্শিতায় ইতিমধ্যে জেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হয়ে উঠেছেন ওয়ার্ড আওয়ামী লীগের আইকনিক কর্মীবান্ধব নেতা। যিনি তার এলাকার উন্নয়নসহ যেকোন জনকল্যানমূলক কর্মকান্ডে থাকেন সর্বাজ্ঞে। এলাকার অসহায় গরীব মানুষের সহায়তায় রুমেল সব সময়ই উদার।

আওয়ামী লীগের প্রতিশ্রুতি মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে তার অবস্থান দৃঢ় যার প্রমান তিনি ইতিপূর্বেই দিয়েছেন। ব্যবসা বা বানিজ্যিক জোন ক্ষেত চরপাড়া এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী সোচ্চার আন্দোলনে আসাদুজ্জামান রুমেলের অবস্থান স্পষ্ট। যেকারণে প্রশাসনের বিভিন্ন স্থরেও রুমেল আলোচনার পাত্র। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্থরের নেতাকর্মীদের সাথে রয়েছে তার আস্থাশীলতার মেলবন্ধন। তার সাথে রয়েছে সকল সংগঠনের নেতাকর্মীদের নিবিড় সম্পর্ক। যেটি তিনি তৈরি করেছেন তার কর্ম দক্ষতা, কমিটমেন্ট ও কর্মস্পৃহার মাধ্যমে।

১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগে দক্ষ সংগঠক আসাদুজ্জামান রুমেল

 

আসাদুজ্জামান রুমেল ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য হলেও ওয়ার্ড আওয়ামী লীগে রয়েছে তার উজ্বল আধিপত্য। যার প্রভাব পরিলক্ষিত হয় আওয়ামী লীগের সকল কর্মসূচী ও এজেন্ডা বাস্তবায়নের মাধ্যদিয়ে। জেলা শহরে আওয়ামী লীগে সকল কর্মসূচীতে চরপাড়া তথা আসাদুজ্জামান রুমেলের আয়োজন রীতিমত সাড়া ফেলে ভিন্নতা ও নতুনত্বের মাধ্যমে। জাতীয় শোক দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ আওয়ামী লীগের সকল কর্মসূচীতে চরপাড়ার আয়োজন প্রশংসার দাবি রাখে। যার পেছনে কাজ করে রুমেলের একনিষ্ঠ সাংগঠনির দক্ষতা ও নিবেদিত একঝাঁক কর্মী বাহিনী।

 

রুমেল তার প্রতিষ্ঠিত সততা যুব সংঘ নামে একটি ক্লাব গড়ে তুলেছেন এলাকার জনগনের পাশে থেকে কাজ করার জন্য। যা ইতিমধ্যেই এলাকায় দৃষ্টি আকর্ষণ করেছে সর্বস্থরের মানুষের কাছে। এলাকার সরকারি প্রাইমারী স্কুলে ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা। এই শীতে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, এলাকার পরিস্কার পরিচ্ছন্নতায় নিজের টিম নিয়ে কাজ করাসহ নানাভাবেই একজন সচেতন নাগরীক ও একজন রাজনীতিক হিসাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করে থাকেন আসাদুজ্জামান রুমেল। লোকদেখানো নয়,আদর্শিকভাবেই তিনি মনেপ্রানে সেবাধর্মী রাজনীতিকে বিশ্বাস করেন। যা তিনি বাস্তবায়ন করে চলছেন।

 

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com