দুপুর ১২:৫৬ | শুক্রবার | ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

৩৩ ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি নির্বাচন ১৩ এপ্রিল ?

জনমত ডেক্সঃ

ময়মনসিংহ পৌরসভার ২১ ওয়ার্ডের সীমানা ঠিক রেখে নতুন ১২টি ওয়ার্ড সংযোজন করে সিটি করপোরেশনের সীমানা গ্যাজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

নতুন কোনো সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেমতে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড রাখা হয়েছে। এই এলাকার মধ্যে আরও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদও সৃষ্টি করা হয়েছে। দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ডের এলাকা বিন্যাস করে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী।

 

২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন জারি ও প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সে হিসাবে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসি এখনও কোনো অনুরোধ পায়নি। তবে মন্ত্রণালয় চাইলে নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত রয়েছে।

 

গেজেটে নতুন এই সিটি করপোরেশেনের ৩৩টি সাধারণ ও ১১টি নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা আগের মতোই রেখে নতুন আরও ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে।

 

বিলুপ্ত পৌরসভার ২১টি ওয়ার্ডের বাইরের ওয়ার্ডগুলোর সীমানার মধ্যে ২২নং ওয়ার্ডে বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সম্পূর্ণ অংশ; ২৩নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী; ২৪নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি; ২৫নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা; ২৬নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা; ২৭নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া; ২৮নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অংশ); ২৯নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ২নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০নং ওয়ার্ডে খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ); ৩১নং ওয়ার্ডে জেলখানার চর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর; ৩২নং ওয়ার্ডে চরকালিবাড়ি এবং ৩৩নং ওয়ার্ডে চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

» টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

» বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছেন শেখ হাসিনা-মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

» ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তারুণ্যের জয়যাত্রা

» ময়মনসিংহের বুক ফাটে মুখ ফোটেনা হতভাগা সদর-৪ শেখ হাসিনার দিকে তাকিয়ে

» অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

» অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম নামাজে জানাজায় লাখো জনতার ঢল; প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

» ময়মনসিংহ রাজনীতির প্রিন্সিপাল বঙ্গবন্ধুর মতিমালা আর নেই

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

৩৩ ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি নির্বাচন ১৩ এপ্রিল ?

জনমত ডেক্সঃ

ময়মনসিংহ পৌরসভার ২১ ওয়ার্ডের সীমানা ঠিক রেখে নতুন ১২টি ওয়ার্ড সংযোজন করে সিটি করপোরেশনের সীমানা গ্যাজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

নতুন কোনো সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেমতে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড রাখা হয়েছে। এই এলাকার মধ্যে আরও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদও সৃষ্টি করা হয়েছে। দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ডের এলাকা বিন্যাস করে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী।

 

২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন জারি ও প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সে হিসাবে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসি এখনও কোনো অনুরোধ পায়নি। তবে মন্ত্রণালয় চাইলে নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত রয়েছে।

 

গেজেটে নতুন এই সিটি করপোরেশেনের ৩৩টি সাধারণ ও ১১টি নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা আগের মতোই রেখে নতুন আরও ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে।

 

বিলুপ্ত পৌরসভার ২১টি ওয়ার্ডের বাইরের ওয়ার্ডগুলোর সীমানার মধ্যে ২২নং ওয়ার্ডে বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সম্পূর্ণ অংশ; ২৩নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী; ২৪নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি; ২৫নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা; ২৬নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা; ২৭নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া; ২৮নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অংশ); ২৯নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ২নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০নং ওয়ার্ডে খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ); ৩১নং ওয়ার্ডে জেলখানার চর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর; ৩২নং ওয়ার্ডে চরকালিবাড়ি এবং ৩৩নং ওয়ার্ডে চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com