ভোর ৫:৩২ | শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিল্লাল হোসেন প্রান্ত:

আলহাজ আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সার্বিক সহযোগিতায় আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের ব্যানারে সরকার মোহাম্মদ সব্যসাচী মাসব্যাপী খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করেন। এ পর্যন্ত ফাউন্ডেশন থেকে প্রায় পনেরো শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আকুয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান ও ময়মনসিংহ চেয়ারম্যান সমিতির সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন সরকার স্মরণে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকতে ফাউন্ডেশন কাজ করবে। যার সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন সরকারের সুযোগ্য সন্তান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী।

 

 

করোনা ভাইরাস সংক্রমণে দেশ যখন ঘরবন্দী। কর্মহীন মানুষ তখন নিরুপায়। পড়েছে খাদ্য সংকটে। ঠিক সে সময় বর্তমান সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নিজের সবটুকু নিয়ে। একইসাথে নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেন অসহায়দের পাশে দাঁড়ানোর। সে নির্দেশনা থেকেই গত একমাস যাবত অসহায় দরিদ্রদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশন।

প্রয়াত চেয়ারম্যান আফাজউদ্দিনসরকার

ফাউন্ডেশন থেকে শুধুমাত্র খাদ্য সামগ্রী বিতরণ নয়। নীরবে নিভৃতে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র মাহে রমজানে এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার করা হয়েছে প্রায় প্রতি রমজানেই।

ফাইল ছবিঃ জনমত

আলহাজ আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের সভাপতি সরকার মোঃ সব্যসাচী বলেন, ময়মনসিংহের প্রবাদ পুরুষ, গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের ভাতিজা হিসেবে খুব কাছ থেকে দেখেছি কি করে মানুষের পাশে থাকতে হয়, মানুষকে ভালবাসতে হয়। আমার চাচা অধ্যক্ষ মতিউর রহমান তার দীর্ঘ রাজনৈতিক জীবন শুধুমাত্র মানুষের কল্যাণেই নিবেদিত করেছেন। জীবনের শেষ বেলায় এসেও তিনি মানুষের কল্যাণে কাজ করছেন।

 

 

তিনি বলেন, চাচার পদাঙ্ক অনুসরণ করেই আমার প্রয়াত পিতা আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার তার জীবদ্দশায় মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি আকুয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব পালনে একনিষ্ঠতা ও নিবেদিতপ্রাণ থাকায় তিনি পেয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক। যার সুচারু নেতৃত্ব আকুয়ার জনগণ পেয়েছিল একটি মডেল ইউনিয়ন। সেই পিতার নামে জনমানুষের কল্যাণে প্রতিষ্ঠিত হল আফাজ উদ্দিন ফাউন্ডেশন।

 

 

সব্যসাচী বলেন, আমাদের পথ প্রদর্শক মোহিত রহমান শান্ত ভাইয়ের নির্দেশনায়- শ্রদ্ধেয় চাচা ও প্রয়াত পিতার জনকল্যাণমূলক কার্যক্রমগুলোর ধারাবাহিকতায় কাজ করবে আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশন। এ পথ চলা প্রাগৈতিহাসিক যুগের তবে প্রাতিষ্ঠানিক অবয়ব রূপ নিলো করোনা দুর্যোগ থেকে।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিল্লাল হোসেন প্রান্ত:

আলহাজ আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সার্বিক সহযোগিতায় আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের ব্যানারে সরকার মোহাম্মদ সব্যসাচী মাসব্যাপী খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করেন। এ পর্যন্ত ফাউন্ডেশন থেকে প্রায় পনেরো শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আকুয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান ও ময়মনসিংহ চেয়ারম্যান সমিতির সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন সরকার স্মরণে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকতে ফাউন্ডেশন কাজ করবে। যার সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন সরকারের সুযোগ্য সন্তান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী।

 

 

করোনা ভাইরাস সংক্রমণে দেশ যখন ঘরবন্দী। কর্মহীন মানুষ তখন নিরুপায়। পড়েছে খাদ্য সংকটে। ঠিক সে সময় বর্তমান সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নিজের সবটুকু নিয়ে। একইসাথে নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেন অসহায়দের পাশে দাঁড়ানোর। সে নির্দেশনা থেকেই গত একমাস যাবত অসহায় দরিদ্রদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশন।

প্রয়াত চেয়ারম্যান আফাজউদ্দিনসরকার

ফাউন্ডেশন থেকে শুধুমাত্র খাদ্য সামগ্রী বিতরণ নয়। নীরবে নিভৃতে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র মাহে রমজানে এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার করা হয়েছে প্রায় প্রতি রমজানেই।

ফাইল ছবিঃ জনমত

আলহাজ আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশনের সভাপতি সরকার মোঃ সব্যসাচী বলেন, ময়মনসিংহের প্রবাদ পুরুষ, গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের ভাতিজা হিসেবে খুব কাছ থেকে দেখেছি কি করে মানুষের পাশে থাকতে হয়, মানুষকে ভালবাসতে হয়। আমার চাচা অধ্যক্ষ মতিউর রহমান তার দীর্ঘ রাজনৈতিক জীবন শুধুমাত্র মানুষের কল্যাণেই নিবেদিত করেছেন। জীবনের শেষ বেলায় এসেও তিনি মানুষের কল্যাণে কাজ করছেন।

 

 

তিনি বলেন, চাচার পদাঙ্ক অনুসরণ করেই আমার প্রয়াত পিতা আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার তার জীবদ্দশায় মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি আকুয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব পালনে একনিষ্ঠতা ও নিবেদিতপ্রাণ থাকায় তিনি পেয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক। যার সুচারু নেতৃত্ব আকুয়ার জনগণ পেয়েছিল একটি মডেল ইউনিয়ন। সেই পিতার নামে জনমানুষের কল্যাণে প্রতিষ্ঠিত হল আফাজ উদ্দিন ফাউন্ডেশন।

 

 

সব্যসাচী বলেন, আমাদের পথ প্রদর্শক মোহিত রহমান শান্ত ভাইয়ের নির্দেশনায়- শ্রদ্ধেয় চাচা ও প্রয়াত পিতার জনকল্যাণমূলক কার্যক্রমগুলোর ধারাবাহিকতায় কাজ করবে আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার ফাউন্ডেশন। এ পথ চলা প্রাগৈতিহাসিক যুগের তবে প্রাতিষ্ঠানিক অবয়ব রূপ নিলো করোনা দুর্যোগ থেকে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com