দুপুর ১২:২৭ | বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একই শহরে দুটি দলীয় কার্যালয় এটি যেন কোনভাবেই না হয়- ডা.দীপু মনি এমপি

বিল্লাল হোসেন প্রান্তঃ

কোথাও কোথাও এমনও বিভক্তি আছে একই শহরে দুটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় । এটি কোনভাবেই কাম্য নয়। এটি যেন কোনভাবেই না হয়। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

 

 

গত ১৬ জুলাই আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে ডা. দীপু মনি এ কথা বলেন।

 

 

বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন মুজিববর্ষ পালন, করনিয় সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। ৪ জেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন। এবং সে আলোকে দলীয় সদস্য সংগ্রহের উপর জোর দিয়ে বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমে বিশেষ শতর্কতা হচ্ছে বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধীরা যেন কোনভাবেই দলে অনুপ্রবেশ করতে না পারে।

 

 

তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে একটি শক্তি সবসময়ই দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। যখন দেশে শেখ হাসিনার সরকার তখন যেন কোন ধর্মমীয় সংখ্যালঘুদের উপর আঘাত আসলে আঘাতকারীদে যেন আমাদের কেউ আশ্রয় প্রশ্রয় না দেয়।

 

 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করা হবে। এ বছরটিকে আমরা মুজিববর্ষ হিসাবে পালন করবো। আমি আশা করি এ মুজিববর্ষটা প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি। আমরা জেলায় জেলায় নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা প্রনয়ন করবো কিভাবে আমরা এ মুজিববর্ষটা পালন করতে পারি।

 

 

দীপু মনি বলেন, আমাদের সামনে স্বপ্নরা ডানা মেলেছে ২০২০ মুজিববর্ষ, ২০২১ স্বাধীনতার সুবর্নজয়ন্তি,২০২২ জননেত্রী শেখ হাসিনার ৭৫ বছর আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো। এজন্য আমাদের দরকার ঐক্য, দরকার শৃঙ্খলাবোধ,দরকার সকলে মিলে এক হয়ে কাজ করা।

 

 

তিনি বলেন, আমরা নিয়মিত বর্ধিতসভা করবো। নিয়মিত বর্ধিত সভা করলে কোন সাংগঠনিক দুর্বলতা থাকার কথা নয়। কথার কথা কোন কোন জেলায় এমনও বিভেদ আছে একই শহরে দুটি দলীয় কার্যালয়। এটি কোনভাবেই কাম্য নয়। এটি যেন কোনভাবেই না হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দীপু মনি এমপির এমন বক্তব্যের পর ময়মনসিংহে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক শিববাড়ি পার্টি অফিস জরাজীর্ণ রেখে দ্বিতীয় অফিস উদ্বোধন হয় কালিবাড়ি নাটাব ক্লিনিক নামের স্থানে। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ১২ জুন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এবং কার্যালয়ের কাঠামো কি হবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

 

 

জেলায় একাধিক দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ সমালোচনা করলেও সরাসরি কেউ মুখ খুলেনি। তবে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বক্তব্যের পর এ বিষয় নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর দেশব্যাপী প্রিয়া সাহা ও ছেলেধরা গুজব নিয়ে আলোচনার মাঝে এ বিষয়টি হারিয়ে গেলেও সম্প্রতি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছে।

 

তথ্যসূত্রঃ ফাঃ আঃ এফবি লাইভ

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» উপজেলা চেয়ারম্যান পদে আশরাফ-সাঈদ প্রতিদ্বন্দ্বিতার আভাস, ১৪ জন বৈধ ঘোষিত

» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

একই শহরে দুটি দলীয় কার্যালয় এটি যেন কোনভাবেই না হয়- ডা.দীপু মনি এমপি

বিল্লাল হোসেন প্রান্তঃ

কোথাও কোথাও এমনও বিভক্তি আছে একই শহরে দুটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় । এটি কোনভাবেই কাম্য নয়। এটি যেন কোনভাবেই না হয়। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

 

 

গত ১৬ জুলাই আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে ডা. দীপু মনি এ কথা বলেন।

 

 

বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন মুজিববর্ষ পালন, করনিয় সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। ৪ জেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন। এবং সে আলোকে দলীয় সদস্য সংগ্রহের উপর জোর দিয়ে বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমে বিশেষ শতর্কতা হচ্ছে বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধীরা যেন কোনভাবেই দলে অনুপ্রবেশ করতে না পারে।

 

 

তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে একটি শক্তি সবসময়ই দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। যখন দেশে শেখ হাসিনার সরকার তখন যেন কোন ধর্মমীয় সংখ্যালঘুদের উপর আঘাত আসলে আঘাতকারীদে যেন আমাদের কেউ আশ্রয় প্রশ্রয় না দেয়।

 

 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করা হবে। এ বছরটিকে আমরা মুজিববর্ষ হিসাবে পালন করবো। আমি আশা করি এ মুজিববর্ষটা প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি। আমরা জেলায় জেলায় নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা প্রনয়ন করবো কিভাবে আমরা এ মুজিববর্ষটা পালন করতে পারি।

 

 

দীপু মনি বলেন, আমাদের সামনে স্বপ্নরা ডানা মেলেছে ২০২০ মুজিববর্ষ, ২০২১ স্বাধীনতার সুবর্নজয়ন্তি,২০২২ জননেত্রী শেখ হাসিনার ৭৫ বছর আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো। এজন্য আমাদের দরকার ঐক্য, দরকার শৃঙ্খলাবোধ,দরকার সকলে মিলে এক হয়ে কাজ করা।

 

 

তিনি বলেন, আমরা নিয়মিত বর্ধিতসভা করবো। নিয়মিত বর্ধিত সভা করলে কোন সাংগঠনিক দুর্বলতা থাকার কথা নয়। কথার কথা কোন কোন জেলায় এমনও বিভেদ আছে একই শহরে দুটি দলীয় কার্যালয়। এটি কোনভাবেই কাম্য নয়। এটি যেন কোনভাবেই না হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দীপু মনি এমপির এমন বক্তব্যের পর ময়মনসিংহে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক শিববাড়ি পার্টি অফিস জরাজীর্ণ রেখে দ্বিতীয় অফিস উদ্বোধন হয় কালিবাড়ি নাটাব ক্লিনিক নামের স্থানে। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ১২ জুন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এবং কার্যালয়ের কাঠামো কি হবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

 

 

জেলায় একাধিক দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ সমালোচনা করলেও সরাসরি কেউ মুখ খুলেনি। তবে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বক্তব্যের পর এ বিষয় নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর দেশব্যাপী প্রিয়া সাহা ও ছেলেধরা গুজব নিয়ে আলোচনার মাঝে এ বিষয়টি হারিয়ে গেলেও সম্প্রতি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছে।

 

তথ্যসূত্রঃ ফাঃ আঃ এফবি লাইভ

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com