রাত ১০:৪৪ | বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিবেদিত মাঠ কর্মীদের সমন্বয়ে ৩২,৩৩ নং আওয়ামী লীগের নয়া কমিটি অনুমোদন

বিল্লাল হোসেন প্রান্তঃ

বিএনপি জামায়াতের তান্ডব। পুলিশী ধরপাকর। মামলা হামলায় নাজেহাল। ২০০২-২০০৫ বিএনপি জামায়াতের শাসনামলে ঘরে বাইরে তটস্থ সেই দিনগুলো। আওয়ামী লীগ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে যাদের অবস্থা ছিলো অকুতোভয় সেনানিদের মতোই। সেই নিবেদিত একনিষ্ঠ একঝাক কর্মীবাহিনীকে মূল্যায়ন করা হয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে নয়া কমিটিতে।

 

 

৭ ডিসেম্বর শনিবার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

 

 

ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক সভাপতি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের রাজনৈতিক শক্তির ঘাটি চরাঞ্চল তথা চরঈশ্বরদিয়া, চরনিলক্ষীয়া। আওয়ামী লীগের সকল নির্দেশনা বাস্তবায়ন করতে সেখানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন তার একক নেতৃত্বে। সে সময় তার নির্দেশনা বাস্তবায়নে বর্তমান মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর পাশে থাকা তরুণ সেই মুখ গুলোই স্থান করে নিয়েছে এ কমিটিতে।

 

 

নগরীর চরঈশ্বদিয়া ৩২ নং ওয়ার্ডে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে শামসুর রহমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে জুলহাস উদ্দীন, শাহাবুদ্দিন মন্ডল, বাবুল আক্তার, হাজী আনোয়ারুল কাদির, রেজাউল করিম রাসেল, হাবিবুর রহমান চান মিয়া, মাহবুব হোসাইন মাসুদকে। সদস্য করা হয়েছে আবু সাদেক সরকার ও ইদ্রিস আলী টাইগারকে।

 

 

একইদিন চরনিলক্ষীয়া শম্ভুগঞ্জ নিয়ে গঠিত ৩৩ নং ওয়ার্ডে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে মোঃ মোক্তার হোসেনকে। এতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা হেলার আহমেদকে। যিনি বিগত ২০০১ সালে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বর্তমান মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সহযোগী হিসাবে দুর্বার আন্দোলনে অংশ নেন। সেসময় ময়মনসিংহের সমালোচিত আওয়ামী লীগের জন্য প্রশাসনিক ত্রাস এসপি কোহিনুরের দুঃশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেনে নানা হয়রানি ও জুলুম নীপিড়নের শিকার হন। ওই সময় আরও নির্যাতনের শিকার হন আরেক যুগ্ম আহবায় পদ পাওয়া সাবেক ছাত্রনেতা আহসান হাবীব।

 

 

কমিটিতে অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন আবুল কালাম আজাদ, আনির উদ্দিন, আসলাম উদ্দিন আকন্দ, লিয়াকত হোসেন, জয়েন উদ্দিন আকন্দ, । এতে আব্দল মান্নান, আজমুর মীর, মফিদুল হক, শ্রী দেব পাল, মজিবুর রহমান সরকার, শাহ আলম, আবুল খায়ের, কামরুজ্জামান কামরুল, সুজন মন্ডলকে সদস্য করা হয়েছে।

ঘোষিত নয়া এ কমিটিতে দলের ত্যাগী, যোগ্য, নিবেদিত তরুণ কর্মীদের স্থান দেয়ায় নগরী জুড়ে ব্যাপক আলোচনায় অভিনন্দন জানানো হয়েছে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করার আওয়ামী লীগের নীতিকে প্রশংসিত করেছে রাজনৈতিক সচেতন মহল। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে। একইসাথে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বেগম নুরুন্নাহার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

নিবেদিত মাঠ কর্মীদের সমন্বয়ে ৩২,৩৩ নং আওয়ামী লীগের নয়া কমিটি অনুমোদন

বিল্লাল হোসেন প্রান্তঃ

বিএনপি জামায়াতের তান্ডব। পুলিশী ধরপাকর। মামলা হামলায় নাজেহাল। ২০০২-২০০৫ বিএনপি জামায়াতের শাসনামলে ঘরে বাইরে তটস্থ সেই দিনগুলো। আওয়ামী লীগ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে যাদের অবস্থা ছিলো অকুতোভয় সেনানিদের মতোই। সেই নিবেদিত একনিষ্ঠ একঝাক কর্মীবাহিনীকে মূল্যায়ন করা হয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে নয়া কমিটিতে।

 

 

৭ ডিসেম্বর শনিবার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

 

 

ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক সভাপতি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের রাজনৈতিক শক্তির ঘাটি চরাঞ্চল তথা চরঈশ্বরদিয়া, চরনিলক্ষীয়া। আওয়ামী লীগের সকল নির্দেশনা বাস্তবায়ন করতে সেখানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন তার একক নেতৃত্বে। সে সময় তার নির্দেশনা বাস্তবায়নে বর্তমান মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর পাশে থাকা তরুণ সেই মুখ গুলোই স্থান করে নিয়েছে এ কমিটিতে।

 

 

নগরীর চরঈশ্বদিয়া ৩২ নং ওয়ার্ডে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে শামসুর রহমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে জুলহাস উদ্দীন, শাহাবুদ্দিন মন্ডল, বাবুল আক্তার, হাজী আনোয়ারুল কাদির, রেজাউল করিম রাসেল, হাবিবুর রহমান চান মিয়া, মাহবুব হোসাইন মাসুদকে। সদস্য করা হয়েছে আবু সাদেক সরকার ও ইদ্রিস আলী টাইগারকে।

 

 

একইদিন চরনিলক্ষীয়া শম্ভুগঞ্জ নিয়ে গঠিত ৩৩ নং ওয়ার্ডে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে মোঃ মোক্তার হোসেনকে। এতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা হেলার আহমেদকে। যিনি বিগত ২০০১ সালে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বর্তমান মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সহযোগী হিসাবে দুর্বার আন্দোলনে অংশ নেন। সেসময় ময়মনসিংহের সমালোচিত আওয়ামী লীগের জন্য প্রশাসনিক ত্রাস এসপি কোহিনুরের দুঃশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেনে নানা হয়রানি ও জুলুম নীপিড়নের শিকার হন। ওই সময় আরও নির্যাতনের শিকার হন আরেক যুগ্ম আহবায় পদ পাওয়া সাবেক ছাত্রনেতা আহসান হাবীব।

 

 

কমিটিতে অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন আবুল কালাম আজাদ, আনির উদ্দিন, আসলাম উদ্দিন আকন্দ, লিয়াকত হোসেন, জয়েন উদ্দিন আকন্দ, । এতে আব্দল মান্নান, আজমুর মীর, মফিদুল হক, শ্রী দেব পাল, মজিবুর রহমান সরকার, শাহ আলম, আবুল খায়ের, কামরুজ্জামান কামরুল, সুজন মন্ডলকে সদস্য করা হয়েছে।

ঘোষিত নয়া এ কমিটিতে দলের ত্যাগী, যোগ্য, নিবেদিত তরুণ কর্মীদের স্থান দেয়ায় নগরী জুড়ে ব্যাপক আলোচনায় অভিনন্দন জানানো হয়েছে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করার আওয়ামী লীগের নীতিকে প্রশংসিত করেছে রাজনৈতিক সচেতন মহল। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে। একইসাথে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বেগম নুরুন্নাহার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com