সকাল ১০:১৪ | বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ জঙ্গী টিমের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

বিল্লাল হোসেন প্রান্তঃ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। উদ্ধার হয়েছে বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার।

 

 

র‍্যাব জানায়, সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি বিশেষ টিম ১৩ অক্টোবর পাবনা জেলার বেড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৫ জন সক্রিয় সদস্য আবুল কালাম আজাদ (২৭), মোঃ রুহুল আমিন (২৩), মোঃ মিজান (২২), মোঃ আব্দুলাহ (২৩) এবং মোঃ ওয়াজেদ আলী (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট হতে বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

 

 

র‍্যাব আরও জানায় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ৫ জন আসামী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসারুল্লাহ বাংলাটিম” এর সক্রিয় সদস্য, এবং জসিম উদ্দিন রহমানীর অনুসারী। তাদের সকলের বাড়ি পাবনা জেলার বেড়া পৌরসভা এলাকায়। গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কালাম আজাদ আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করত। সে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী এবং তাগুদ সম্পর্কে পোষ্ট ও কমেন্ট করে ফেসবুক ব্যবহারকারীদের উদ্ভুদ্ধ করার চেষ্টা করে।

 

 

গ্রেফতারকৃতরা দেশের মধ্যে হিজরত এবং জিহাদ করার জন্য যে কোন সময় প্রস্তুত ছিল। তারা জসিমউদ্দিন রহমানীর লেখাসহ বিভিন্ন প্রকার উগ্রবাদী বই সংগ্রহ করে এলাকার যুবসমাজের মাঝে বিতরণ করত এবং তাদের উগ্রবাদে উৎসাহ প্রদান করত। তারা ঢাকার বিভিন্ন পাবলিকেশন থেকে মোবাইলে জসিমউদ্দিন রহমানীর বই ক্রয় করত এবং করতোয়া কুরিয়ার সার্ভিসে তাদের কাছে বই আনা নেয়া করত। তারা বিভিন্ন প্রকার উগ্রবাদী বই থেকে লোকজনকে উগ্রবাদে উদ্ভুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটারে টাইপ করে সীট আকারে বিতরণ করত। বিশেষ করে নবম-দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রদেরকে উগ্রবাদ সম্পর্কে উৎসাহিত করাসহ তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করত।

 

 

তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সদস্য ও অর্থ সংগ্রহ করে সংগঠনকে পুণরায় সক্রিয় করে তোলা এবং দেশের মধ্যে হিজরত করে তাগুদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» এমপি মোহিত উর রহমানের সহায়তায় ১১০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

» উপজেলা চেয়ারম্যান পদে আশরাফ-সাঈদ প্রতিদ্বন্দ্বিতার আভাস, ১৪ জন বৈধ ঘোষিত

» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

নিষিদ্ধ জঙ্গী টিমের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

বিল্লাল হোসেন প্রান্তঃ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। উদ্ধার হয়েছে বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার।

 

 

র‍্যাব জানায়, সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি বিশেষ টিম ১৩ অক্টোবর পাবনা জেলার বেড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৫ জন সক্রিয় সদস্য আবুল কালাম আজাদ (২৭), মোঃ রুহুল আমিন (২৩), মোঃ মিজান (২২), মোঃ আব্দুলাহ (২৩) এবং মোঃ ওয়াজেদ আলী (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট হতে বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

 

 

র‍্যাব আরও জানায় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ৫ জন আসামী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসারুল্লাহ বাংলাটিম” এর সক্রিয় সদস্য, এবং জসিম উদ্দিন রহমানীর অনুসারী। তাদের সকলের বাড়ি পাবনা জেলার বেড়া পৌরসভা এলাকায়। গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কালাম আজাদ আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করত। সে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী এবং তাগুদ সম্পর্কে পোষ্ট ও কমেন্ট করে ফেসবুক ব্যবহারকারীদের উদ্ভুদ্ধ করার চেষ্টা করে।

 

 

গ্রেফতারকৃতরা দেশের মধ্যে হিজরত এবং জিহাদ করার জন্য যে কোন সময় প্রস্তুত ছিল। তারা জসিমউদ্দিন রহমানীর লেখাসহ বিভিন্ন প্রকার উগ্রবাদী বই সংগ্রহ করে এলাকার যুবসমাজের মাঝে বিতরণ করত এবং তাদের উগ্রবাদে উৎসাহ প্রদান করত। তারা ঢাকার বিভিন্ন পাবলিকেশন থেকে মোবাইলে জসিমউদ্দিন রহমানীর বই ক্রয় করত এবং করতোয়া কুরিয়ার সার্ভিসে তাদের কাছে বই আনা নেয়া করত। তারা বিভিন্ন প্রকার উগ্রবাদী বই থেকে লোকজনকে উগ্রবাদে উদ্ভুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটারে টাইপ করে সীট আকারে বিতরণ করত। বিশেষ করে নবম-দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রদেরকে উগ্রবাদ সম্পর্কে উৎসাহিত করাসহ তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করত।

 

 

তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সদস্য ও অর্থ সংগ্রহ করে সংগঠনকে পুণরায় সক্রিয় করে তোলা এবং দেশের মধ্যে হিজরত করে তাগুদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com