বিকাল ৩:৫২ | শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠা হবে লাঙ্গল বিজয়ী হলে-মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্ত ॥
পরানগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন অতীতের মতো সদর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রার্থী বিজয়ী হলে পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করা হবে।

 

২৩ ডিসেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ চরাঞ্চলের পরানগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে পথে পথে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরন করেন মোহিত উর রহমান শান্ত।

 

পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠার প্রতিশূতি দিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালে পরানগঞ্জ থেকে শহরের এই রাস্তাটি করে দিয়েছেন। চরাঞ্চলে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের সন্তানদের জন্য স্কুল কলেজ করে দিয়েছেন। আজ শিক্ষার আলো প্রস্ফুটিত হয়েছে চরাঞ্চলে।

 

তিনি বিগত শাসন আমলে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি ৩০ তারিখ ক্ষমতায় আসেন ২০২৩ সালের মধ্যে পরানগঞ্জ হবে উন্নত শহর। শেখ হাসিনা ক্ষতায় থাকলে সমাজের সব স্থরের মানুষের উন্নতি হবে।

 

শান্ত বলেন, আগের সরকার কি করে গেছে তা আপনারা ভালো করেই জানেন। যদি আপনারা মনে করেন শেখ হাসিনার সরকার আমলে উন্নয়ন হয়েছে তাহলে সদর নির্বাচনে উন্নয়নের অংশীদার বেগম রওশন এরশাদের জন্য সাবেক ধর্মমন্ত্রীর আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষে লাঙ্গলের জন্য ভোট চাই।

 

তিনি বলেন, নান্দাইলের এমন একজন মানুষকে ময়মনসিংহ সদরে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে যিনি আমেরিকার গ্রীন কার্ডধারী। তিনি আমাদের সংস্কৃতি, জীবনযাপনে বিশ্বাস করেন না। তিনি আধুনিক জীবন, সাদা চামড়ার মানুষের সংস্কৃতি পছন্দ করনে তাই আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন ১৫/২০ বছর আগেই।

 

তিনি বলেন, যে মানুষটা আমাদের ছেড়ে অনেক আগেই আমেরিকার নাগরিক হয়েছেন তাকে আপনারা সদরের মানুষ ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা তা আপনাদের বিবেচনার বিষয়। বিপরীতে লাঙ্গলের প্রার্থী বেগম রওশন এরশাদ ময়মনসিংহ সদরের মেয়ে, সাবেক ফাস্ট লেডি। এই মানুষটা সরকারের উন্নয়নে পাশে থেকে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।

 

তিনি বলেন, বেগম রওশন এরশাদ চরাঞ্চলের অম্বিকাগঞ্জ কলেজকে ৪ তলা করে দিয়েছেন। ৩০ তারিখ তিনি নির্বাচীত হলে এই কলেজ এমপিওভুক্ত করা হবে। চরাঞ্চলকে ঘিরে সরকারের অসংখ্য উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যা প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরে উদ্বোধন ও প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ৩০ তারিখ নির্বাচনে জননেত্রী ক্ষমতায় এলে তা অচিরেই বাস্তবায়ন করা হবে।

 

পরানগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ইউনুস আলী মাষ্টার, চরঈশ্বরদিয়া চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, কোতোয়ালী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠা হবে লাঙ্গল বিজয়ী হলে-মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্ত ॥
পরানগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন অতীতের মতো সদর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রার্থী বিজয়ী হলে পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করা হবে।

 

২৩ ডিসেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ চরাঞ্চলের পরানগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে পথে পথে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরন করেন মোহিত উর রহমান শান্ত।

 

পরানগঞ্জে কলেজ প্রতিষ্ঠার প্রতিশূতি দিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালে পরানগঞ্জ থেকে শহরের এই রাস্তাটি করে দিয়েছেন। চরাঞ্চলে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের সন্তানদের জন্য স্কুল কলেজ করে দিয়েছেন। আজ শিক্ষার আলো প্রস্ফুটিত হয়েছে চরাঞ্চলে।

 

তিনি বিগত শাসন আমলে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি ৩০ তারিখ ক্ষমতায় আসেন ২০২৩ সালের মধ্যে পরানগঞ্জ হবে উন্নত শহর। শেখ হাসিনা ক্ষতায় থাকলে সমাজের সব স্থরের মানুষের উন্নতি হবে।

 

শান্ত বলেন, আগের সরকার কি করে গেছে তা আপনারা ভালো করেই জানেন। যদি আপনারা মনে করেন শেখ হাসিনার সরকার আমলে উন্নয়ন হয়েছে তাহলে সদর নির্বাচনে উন্নয়নের অংশীদার বেগম রওশন এরশাদের জন্য সাবেক ধর্মমন্ত্রীর আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষে লাঙ্গলের জন্য ভোট চাই।

 

তিনি বলেন, নান্দাইলের এমন একজন মানুষকে ময়মনসিংহ সদরে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে যিনি আমেরিকার গ্রীন কার্ডধারী। তিনি আমাদের সংস্কৃতি, জীবনযাপনে বিশ্বাস করেন না। তিনি আধুনিক জীবন, সাদা চামড়ার মানুষের সংস্কৃতি পছন্দ করনে তাই আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন ১৫/২০ বছর আগেই।

 

তিনি বলেন, যে মানুষটা আমাদের ছেড়ে অনেক আগেই আমেরিকার নাগরিক হয়েছেন তাকে আপনারা সদরের মানুষ ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা তা আপনাদের বিবেচনার বিষয়। বিপরীতে লাঙ্গলের প্রার্থী বেগম রওশন এরশাদ ময়মনসিংহ সদরের মেয়ে, সাবেক ফাস্ট লেডি। এই মানুষটা সরকারের উন্নয়নে পাশে থেকে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।

 

তিনি বলেন, বেগম রওশন এরশাদ চরাঞ্চলের অম্বিকাগঞ্জ কলেজকে ৪ তলা করে দিয়েছেন। ৩০ তারিখ তিনি নির্বাচীত হলে এই কলেজ এমপিওভুক্ত করা হবে। চরাঞ্চলকে ঘিরে সরকারের অসংখ্য উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যা প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরে উদ্বোধন ও প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ৩০ তারিখ নির্বাচনে জননেত্রী ক্ষমতায় এলে তা অচিরেই বাস্তবায়ন করা হবে।

 

পরানগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ইউনুস আলী মাষ্টার, চরঈশ্বরদিয়া চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, কোতোয়ালী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com