দুপুর ১:৪৮ | বৃহস্পতিবার | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে গৃহহীন হচ্ছে অষ্টধার ইউনিয়নের শত শত পরিবার

ডেক্স নিউজ : কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে।

 

 

এক সপ্তাহে উপজেলার অষ্টধার ইউনিয়নে রাস্তা ঘাটসহ শতাধিক বসতবাড়ি ও এক শতাধিক একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। নদের ভাঙনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে।

 

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে অষ্টধার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনেরচর, তারাপুর সেনেরচর,রেহাই তারাপুর, ঝাপারকান্দা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোত দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে উজানের ভাঙনে তারাপুর সেনেরচর, ঝাপারকান্দা গ্রামের আবাদি বিভিন্ন ফসলের জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এসব আবাদী জমিতে বেগুন, মরিচ, পটল, কড়লা, শসা, ঢেঁড়স, পাটসহ নানাবিধ ফসল রয়েছে। কিন্তু নদের ভাঙনের কারণে সেসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারছেন না।

 

 

অষ্টধার ইউনিয়নের ঝাপারকান্দা গ্রামের জয়নাল আবেদীন জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে চরাঞ্চলের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। এ সময় নদী ভাঙনের কথা নয়। অথচ গত চার মাস থেকে দফায় দফায় নদে ভাঙন চলছে। যার কারণে অষ্টধার ইউনিয়নের পাচশ বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদে বিলীন হয়ে গেছে।

 

 

চরের মানুষ শাকসবজির আবাদ করে ৬ মাস সংসার চালায়। কিন্তু এ বছর নদে ভাঙন অব্যাহত থাকায় কৃষকরা শাকসবজি ঘরে তুলতে পারছে না।

 

 

তিনি জানান, তার দুই বিঘা জমির তোষাপাট ও এক বিঘা জমির পটোল ক্ষেত নদে বিলীন হয়ে গেছে। তাই ভাঙনরোধে একটি স্থায়ী বাঁধের নির্মাণের দাবি স্থানীয়দের। ১নং অষ্টধার ইউপি চেয়ারম্যান মো: তারেক হাসান জানান, ড্রেজিং করে নদের স্বাভাবিক গতিপথ ঠিক রাখা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। কারণ দীর্ঘদিন ধরে পলি জমে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। নদের ভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান, আমি ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন কবলিত ঝাপারকান্দা গ্রাম পরিদর্শন করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

তিনি আরো জানান, ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান করেছি। এবং উক্ত ক্ষতিগ্রস্থ লোকদের পুন:বাসনের ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছি ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে গৃহহীন হচ্ছে অষ্টধার ইউনিয়নের শত শত পরিবার

ডেক্স নিউজ : কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে।

 

 

এক সপ্তাহে উপজেলার অষ্টধার ইউনিয়নে রাস্তা ঘাটসহ শতাধিক বসতবাড়ি ও এক শতাধিক একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। নদের ভাঙনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে।

 

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে অষ্টধার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনেরচর, তারাপুর সেনেরচর,রেহাই তারাপুর, ঝাপারকান্দা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোত দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে উজানের ভাঙনে তারাপুর সেনেরচর, ঝাপারকান্দা গ্রামের আবাদি বিভিন্ন ফসলের জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এসব আবাদী জমিতে বেগুন, মরিচ, পটল, কড়লা, শসা, ঢেঁড়স, পাটসহ নানাবিধ ফসল রয়েছে। কিন্তু নদের ভাঙনের কারণে সেসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারছেন না।

 

 

অষ্টধার ইউনিয়নের ঝাপারকান্দা গ্রামের জয়নাল আবেদীন জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে চরাঞ্চলের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। এ সময় নদী ভাঙনের কথা নয়। অথচ গত চার মাস থেকে দফায় দফায় নদে ভাঙন চলছে। যার কারণে অষ্টধার ইউনিয়নের পাচশ বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদে বিলীন হয়ে গেছে।

 

 

চরের মানুষ শাকসবজির আবাদ করে ৬ মাস সংসার চালায়। কিন্তু এ বছর নদে ভাঙন অব্যাহত থাকায় কৃষকরা শাকসবজি ঘরে তুলতে পারছে না।

 

 

তিনি জানান, তার দুই বিঘা জমির তোষাপাট ও এক বিঘা জমির পটোল ক্ষেত নদে বিলীন হয়ে গেছে। তাই ভাঙনরোধে একটি স্থায়ী বাঁধের নির্মাণের দাবি স্থানীয়দের। ১নং অষ্টধার ইউপি চেয়ারম্যান মো: তারেক হাসান জানান, ড্রেজিং করে নদের স্বাভাবিক গতিপথ ঠিক রাখা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়। কারণ দীর্ঘদিন ধরে পলি জমে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। নদের ভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান, আমি ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন কবলিত ঝাপারকান্দা গ্রাম পরিদর্শন করেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

তিনি আরো জানান, ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান করেছি। এবং উক্ত ক্ষতিগ্রস্থ লোকদের পুন:বাসনের ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছি ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com