রাত ৯:৫২ | শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে প্রার্থীতার গুঞ্জন ?

বিল্লাল হোসেন প্রান্ত ॥

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি । তবে যারা প্রার্থী হবেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা তাদের উপস্থিতি অনেকটা কৌশলগতভাবেই জানান দিচ্ছেন।
চলছে ঘরোয়া মিটিং। সমঝোতার আলাপ। নিজ গ্রুপে বা সর্ব গ্রুপে চলছে আগাম সংলাপ। কে কোন পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। যাতে নির্বাচন পূর্বে নিজেদের মধ্যে প্রার্থীতা নিয়ে কোন ঝামেলা বা অঐক্য না হয়।
প্রথম ধাপে আগামী ৮ অথবা ৯ মার্চ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ভোটারদের মাঝে উৎসাহের গুঞ্জন চলছে জোড়েশোরে।

 

 

বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশ নিবে কি-না তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বেশ সরব। ময়মনসিংহ সদর উপজেলায় প্রায় ড’জন খানেক চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে শোনা যাচ্ছে। তবে প্রত্যেক উপজেলা থেকে তৃণমুলের সমর্থণের ভিত্তিতে ৩ জনের নাম জেলা থেকে কেন্দ্রে পাঠানো হবে। এদিকে কে হচ্ছেন আসন্ন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কাকে মনোনয়ন দিলে গতবারে আওয়ামী লীগের হাতছাড়া হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার সম্ভব, এমন জল্পনা-কল্পনা চলছে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে।

 

 

সম্ভাব্য প্রার্থীতায় নাম শোনা যাচ্ছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন এর নাম। যিনি উপজেলা নির্বাচনে ভোট বলয় চরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তায় রয়েছেন।
অন্যদিকে তৃণমুলের সাথে আলোচনা ও মতবিনিময় করে আলোচনায় রয়েছেন চর ঈশ্বরদীয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর।

 

চারাঞ্চলে ব্যাপক উন্নয়ন তরান্বিত করা আওয়ামী লীগের বটবৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এর পিএস ও সদর উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বর্তমানে চরাঞ্চলের ভোট ব্যাংক নির্দেশক হয়ে উঠেছেন। যিনি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলেও গুঞ্জন রয়েছে। এক্ষেত্রে তিনিও হতে পারেন চরাঞ্চলের ভোট বলয়ে শক্তিশালী ফ্যাক্টর।

 

একই সাথে প্রার্থীতায় নাম আসছে জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবুর নাম।
গুঞ্জণ উঠেছে বর্তমান জেলা আওয়ামী লীগে দপ্তর সম্পাদক এর দায়িত্ব পাওয়া পূর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী আবু সাঈদ দীন মো: ফখরুল এর নাম। এবার তার পক্ষে জেলা আওয়ামী লীগ এর একটি বলয় অবস্থান নিবেন বলে ধারনা করা হচ্ছে।

 

প্রার্থীতা নাম শোনা যাচ্ছে ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা ও সদস্য আরজুনা কবির এর নাম। এছাড়াও জেলা যুবলীগ যুগ্ম আহবায় এইচ এম ফারুকের নির্বাচনে নামার বিষয়ে গুঞ্জন ও মিডিয়ায় প্রচার রয়েছে। প্রার্থীতা ঘোষনা করে পোষ্টার করেছেন মহানগর যুবলীগ আহবায়ক শাহীনুর রহমান।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে প্রার্থীতার গুঞ্জন ?

বিল্লাল হোসেন প্রান্ত ॥

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি । তবে যারা প্রার্থী হবেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা তাদের উপস্থিতি অনেকটা কৌশলগতভাবেই জানান দিচ্ছেন।
চলছে ঘরোয়া মিটিং। সমঝোতার আলাপ। নিজ গ্রুপে বা সর্ব গ্রুপে চলছে আগাম সংলাপ। কে কোন পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। যাতে নির্বাচন পূর্বে নিজেদের মধ্যে প্রার্থীতা নিয়ে কোন ঝামেলা বা অঐক্য না হয়।
প্রথম ধাপে আগামী ৮ অথবা ৯ মার্চ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ভোটারদের মাঝে উৎসাহের গুঞ্জন চলছে জোড়েশোরে।

 

 

বিএনপি তথা ঐক্যফ্রন্টের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশ নিবে কি-না তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বেশ সরব। ময়মনসিংহ সদর উপজেলায় প্রায় ড’জন খানেক চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে শোনা যাচ্ছে। তবে প্রত্যেক উপজেলা থেকে তৃণমুলের সমর্থণের ভিত্তিতে ৩ জনের নাম জেলা থেকে কেন্দ্রে পাঠানো হবে। এদিকে কে হচ্ছেন আসন্ন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কাকে মনোনয়ন দিলে গতবারে আওয়ামী লীগের হাতছাড়া হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার সম্ভব, এমন জল্পনা-কল্পনা চলছে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে।

 

 

সম্ভাব্য প্রার্থীতায় নাম শোনা যাচ্ছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন এর নাম। যিনি উপজেলা নির্বাচনে ভোট বলয় চরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তায় রয়েছেন।
অন্যদিকে তৃণমুলের সাথে আলোচনা ও মতবিনিময় করে আলোচনায় রয়েছেন চর ঈশ্বরদীয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর।

 

চারাঞ্চলে ব্যাপক উন্নয়ন তরান্বিত করা আওয়ামী লীগের বটবৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এর পিএস ও সদর উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বর্তমানে চরাঞ্চলের ভোট ব্যাংক নির্দেশক হয়ে উঠেছেন। যিনি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলেও গুঞ্জন রয়েছে। এক্ষেত্রে তিনিও হতে পারেন চরাঞ্চলের ভোট বলয়ে শক্তিশালী ফ্যাক্টর।

 

একই সাথে প্রার্থীতায় নাম আসছে জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবুর নাম।
গুঞ্জণ উঠেছে বর্তমান জেলা আওয়ামী লীগে দপ্তর সম্পাদক এর দায়িত্ব পাওয়া পূর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী আবু সাঈদ দীন মো: ফখরুল এর নাম। এবার তার পক্ষে জেলা আওয়ামী লীগ এর একটি বলয় অবস্থান নিবেন বলে ধারনা করা হচ্ছে।

 

প্রার্থীতা নাম শোনা যাচ্ছে ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা ও সদস্য আরজুনা কবির এর নাম। এছাড়াও জেলা যুবলীগ যুগ্ম আহবায় এইচ এম ফারুকের নির্বাচনে নামার বিষয়ে গুঞ্জন ও মিডিয়ায় প্রচার রয়েছে। প্রার্থীতা ঘোষনা করে পোষ্টার করেছেন মহানগর যুবলীগ আহবায়ক শাহীনুর রহমান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com