দুপুর ১২:৪৬ | শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটির তফসিল ঘোষনা ৫ মে নির্বাচন

বিল্লাল হোসেন প্রান্তঃ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

 

 

আগামী ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সোমবার (২৫ মার্চ) ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরআগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় দেশের ১২তম এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। মনোানয়নপত্র বাছাই করা হবে ১০ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১৮ এপ্রিল।

 

 

তফসিল ঘোষণার সময় ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে।

 

 

তিনি আরও জানান, গত বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করা হয়। এ বছরের ২৪ জানুয়ারি এর গেজেট হয়। নবগঠিত সিটি করপোরেশন হিসেবে ২৪ জানুয়ারি থেকে ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

 

 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরের ১৪ অক্টোবর ভৌগলিক সীমানা নির্ধারণ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়েছে।

 

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি করপোরেশন গঠন করা হয়। এ সিটির আয়তন প্রায় ৯০ বর্গ কিলোমিটার।

 

 

কাঙ্খিত ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ময়মনসিংহের আপামর জনগণ। একইসাথে জনপ্রত্যাশীত প্রার্থী হিসাবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে প্রথম মেয়র দেখতে চেয়ে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ময়মনসিংহ সিটির তফসিল ঘোষনা ৫ মে নির্বাচন

বিল্লাল হোসেন প্রান্তঃ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

 

 

আগামী ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সোমবার (২৫ মার্চ) ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরআগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় দেশের ১২তম এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। মনোানয়নপত্র বাছাই করা হবে ১০ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১৮ এপ্রিল।

 

 

তফসিল ঘোষণার সময় ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে।

 

 

তিনি আরও জানান, গত বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করা হয়। এ বছরের ২৪ জানুয়ারি এর গেজেট হয়। নবগঠিত সিটি করপোরেশন হিসেবে ২৪ জানুয়ারি থেকে ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

 

 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরের ১৪ অক্টোবর ভৌগলিক সীমানা নির্ধারণ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়েছে।

 

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি করপোরেশন গঠন করা হয়। এ সিটির আয়তন প্রায় ৯০ বর্গ কিলোমিটার।

 

 

কাঙ্খিত ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ময়মনসিংহের আপামর জনগণ। একইসাথে জনপ্রত্যাশীত প্রার্থী হিসাবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে প্রথম মেয়র দেখতে চেয়ে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com