রাত ৯:০৫ | শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সদর উন্নয়নে লাঙ্গলে ভোট চাইলাম-পথসভায় মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্ত ॥ জনমত ডেক্স নিউজ:
বিগত ১০ বছর পূর্বের চাইতে যদি আপনারা ভালো থাকেন তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য লাঙ্গল মার্কায় ভোট চাইলাম। বিবেচনা আপনাদের বলেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

 

২৭ ডিসেম্বর দিনব্যাপী নগরীর ১ নং ওয়ার্ড খাগডোহর, ১নং অষ্টধার, কুষ্টিয়া ইউনিয়নে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।

 

অষ্টধার বহুমূখী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় মোহিত উর রহমান শান্ত কৈশরে মামা বাড়ীর স্মৃতিচারণ করে বলেন, আজ আমি এখানে মামার বাড়ির আবদার নিয়ে এসেছি। এ ইউনিয়নের শেষ প্রান্তে আমার মামা বাড়ি। এখানে আমার কৈশরের পদচারনা রয়েছে। এখানে আমার অধিকার সবচাইতে বেশি।

তিনি বলেন,আপনারা আমার কথায় ভোট দিয়ে দিবেন এটা আমি আশা করিনা। কিন্তু ভোট দেবার আগে বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের অবদান সম্পর্কে বিবেচনা আমি এটা অনুরোধ করবো। যদি ১০ বছরে পূর্বের চাইতে ভালো থাকেন তাহলে জননেত্রী শেখ হাসিনার জন্য লাঙ্গল মার্কায় ভোট চাইলাম।

 

অষ্টধারের জাপারকান্দায় নদী ভাঙ্গন রোধে চিরস্থায়ী ব্যবস্থা করার প্রতিশূতি দিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, এই এলাকার জনগণের সবচাইতে বড় চাওয়া একটি কলেজ। এটি আগামী ৩০ তারিখ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে প্রতিষ্ঠা করা হবে বলে তিনি প্রতিশূতি দেন।

 

পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইসরাক আলী আনসারী, এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে তিনি পান্ডাপাড়া মোড়ে অষ্টধার বাজারে লাঙ্গল কেন্দ্রে বক্তব্য রাখেন মোহিত উর রহমান শান্ত।

 

৩০ তারিখ রাজাকার না মুক্তিযোদ্ধের চেতনা পরাজিত হবে বিবেচনা আপনাদের- শান্ত

 

অষ্টাধার ইউনিয়নে জনসভায় বক্তব্য শেষে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে হাজার হাজার নেতাকর্মীর জনজোয়ারে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে রাজাকার-আলবদর তাদের দোষর বিএনপি পরাজিত হবে, না মুক্তিযোদ্ধেরে চেতনার শক্তি পরাজিত হবে সে বিবেচনা আপনাদের।

 

ভোট আপনার। দেবার অধিকার আপনার। আমরা কেন লাঙ্গলে ভোট চাই তার বিশ্লেষণ তুলে ধরে শান্ত বলেন, জামায়াত বিএনপি আমম আপনারা দেখেছেন। এবং আওয়ামী লীগের শাসন আমলও আপনারা উপভোগ করেছেন। আওয়ামী লীগের শাসন আমলে আপনি যদি মনে করেন শিক্ষা, খাদ্যে, বিদ্যুৎ, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি, নিরাপত্তাসহ দেশ উন্নয়নে এগিয়ে গেছে তবে জননেত্রী শেখ হাসিনার জন্য, আপনাদের প্রিয় নেতা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জন্য লাঙ্গলে ভোট দিবেন।

 

তিনি বিএনপি আমলে বাড়ি দখল করে পুকুড় করার উদাহরন তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, আইভি রহমানসহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। আর সে হত্যাকান্ডের হোতা তারেক রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী করতে চায়।

 

তিনি বলেন, কুষ্টিয়া ইউনিয়ন থেকে অতীতে আওয়ামী লীগ বার বার বিজয়ী হয়েছে। এখানকার মানুষ মুক্তিযোদ্ধের চেতনার মানুষ। ৩০ তারিখ আবারও লাঙ্গলকে বিজয়ী করে শেখ হাসিনাকে জয়ী করেবে কুষ্টিয়া ইউনিয়নবাসী।
তিনি বলেন, লাঙ্গল প্রতীকে আপনাদের ভোট প্রাত্যাশী আপনাদের সন্তান, সুতিয়াখালির মেয়ে বেগম রওশন এরশাদ। আর তার বিপরীতে রয়েছেন বিএনপির প্রার্থী নান্দাইল উপজেলায় জন্মগ্রহন করা আমেরিকার গ্রীন কার্ডধারী আবু ওয়াহাব আকন্দ। আপনারা কাকে ভোট দিবেন বিবেচনা আপনাদের।

 

পথসভায় মোহিত উর রহমান শান্তর সাথে ছিলেন, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম,জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, কোতোয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর, জেলা যুবলীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আক্তারোজ্জামান রবিন,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচী,জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, প্রমুখ।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

সদর উন্নয়নে লাঙ্গলে ভোট চাইলাম-পথসভায় মোহিত উর রহমান শান্ত

বিল্লাল হোসেন প্রান্ত ॥ জনমত ডেক্স নিউজ:
বিগত ১০ বছর পূর্বের চাইতে যদি আপনারা ভালো থাকেন তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য লাঙ্গল মার্কায় ভোট চাইলাম। বিবেচনা আপনাদের বলেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

 

২৭ ডিসেম্বর দিনব্যাপী নগরীর ১ নং ওয়ার্ড খাগডোহর, ১নং অষ্টধার, কুষ্টিয়া ইউনিয়নে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।

 

অষ্টধার বহুমূখী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় মোহিত উর রহমান শান্ত কৈশরে মামা বাড়ীর স্মৃতিচারণ করে বলেন, আজ আমি এখানে মামার বাড়ির আবদার নিয়ে এসেছি। এ ইউনিয়নের শেষ প্রান্তে আমার মামা বাড়ি। এখানে আমার কৈশরের পদচারনা রয়েছে। এখানে আমার অধিকার সবচাইতে বেশি।

তিনি বলেন,আপনারা আমার কথায় ভোট দিয়ে দিবেন এটা আমি আশা করিনা। কিন্তু ভোট দেবার আগে বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের অবদান সম্পর্কে বিবেচনা আমি এটা অনুরোধ করবো। যদি ১০ বছরে পূর্বের চাইতে ভালো থাকেন তাহলে জননেত্রী শেখ হাসিনার জন্য লাঙ্গল মার্কায় ভোট চাইলাম।

 

অষ্টধারের জাপারকান্দায় নদী ভাঙ্গন রোধে চিরস্থায়ী ব্যবস্থা করার প্রতিশূতি দিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, এই এলাকার জনগণের সবচাইতে বড় চাওয়া একটি কলেজ। এটি আগামী ৩০ তারিখ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে প্রতিষ্ঠা করা হবে বলে তিনি প্রতিশূতি দেন।

 

পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইসরাক আলী আনসারী, এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে তিনি পান্ডাপাড়া মোড়ে অষ্টধার বাজারে লাঙ্গল কেন্দ্রে বক্তব্য রাখেন মোহিত উর রহমান শান্ত।

 

৩০ তারিখ রাজাকার না মুক্তিযোদ্ধের চেতনা পরাজিত হবে বিবেচনা আপনাদের- শান্ত

 

অষ্টাধার ইউনিয়নে জনসভায় বক্তব্য শেষে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে হাজার হাজার নেতাকর্মীর জনজোয়ারে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে রাজাকার-আলবদর তাদের দোষর বিএনপি পরাজিত হবে, না মুক্তিযোদ্ধেরে চেতনার শক্তি পরাজিত হবে সে বিবেচনা আপনাদের।

 

ভোট আপনার। দেবার অধিকার আপনার। আমরা কেন লাঙ্গলে ভোট চাই তার বিশ্লেষণ তুলে ধরে শান্ত বলেন, জামায়াত বিএনপি আমম আপনারা দেখেছেন। এবং আওয়ামী লীগের শাসন আমলও আপনারা উপভোগ করেছেন। আওয়ামী লীগের শাসন আমলে আপনি যদি মনে করেন শিক্ষা, খাদ্যে, বিদ্যুৎ, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি, নিরাপত্তাসহ দেশ উন্নয়নে এগিয়ে গেছে তবে জননেত্রী শেখ হাসিনার জন্য, আপনাদের প্রিয় নেতা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জন্য লাঙ্গলে ভোট দিবেন।

 

তিনি বিএনপি আমলে বাড়ি দখল করে পুকুড় করার উদাহরন তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, আইভি রহমানসহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। আর সে হত্যাকান্ডের হোতা তারেক রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী করতে চায়।

 

তিনি বলেন, কুষ্টিয়া ইউনিয়ন থেকে অতীতে আওয়ামী লীগ বার বার বিজয়ী হয়েছে। এখানকার মানুষ মুক্তিযোদ্ধের চেতনার মানুষ। ৩০ তারিখ আবারও লাঙ্গলকে বিজয়ী করে শেখ হাসিনাকে জয়ী করেবে কুষ্টিয়া ইউনিয়নবাসী।
তিনি বলেন, লাঙ্গল প্রতীকে আপনাদের ভোট প্রাত্যাশী আপনাদের সন্তান, সুতিয়াখালির মেয়ে বেগম রওশন এরশাদ। আর তার বিপরীতে রয়েছেন বিএনপির প্রার্থী নান্দাইল উপজেলায় জন্মগ্রহন করা আমেরিকার গ্রীন কার্ডধারী আবু ওয়াহাব আকন্দ। আপনারা কাকে ভোট দিবেন বিবেচনা আপনাদের।

 

পথসভায় মোহিত উর রহমান শান্তর সাথে ছিলেন, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম,জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, কোতোয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মোর্শেদুল আলম জাহাঙ্গীর, জেলা যুবলীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আক্তারোজ্জামান রবিন,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচী,জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com