রাত ১২:৫৭ | বুধবার | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ গজের মধ্যেই চুরি, পুলিশ ব্যস্ত ফেসবুকিং নিয়ে;ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন

বিল্লাল হোসেন প্রান্তঃ

“ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে মোবাইল ফোন চুরির হিরিক পড়েছে। নির্বিকার জিআরপি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।” সম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনায় জিআরপি পুলিশের দিকে সমালোচনার তীর বিদ্ধ করেছে ভুক্তভোগীরা।”

 

 

১২ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসে যাওয়ার সময় পকেট থেকে মোবাইল ফোন চুরি হয় শওকত জামিল নামের এক ব্যবসায়ীর। তিনি ১ নং প্লাটফর্মে থেকে ছ-বগিতে উঠার সময় মোবাইলটি পকেট থেকে হাওয়া হয়ে গেছে বলে বুঝতে পারেন। “তাৎক্ষনিক প্রায় ২০ গজ দুরে বসে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি জানালে অনেকটা নির্বিকারভাবে পুলিশ সদস্যরা বলেন, জিডি করেন।”

 

 

বিষয়টি ময়মনসিংহ জিআরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনকে জানালে তিনি বলেন, ষ্টেশনে আশরাফ আছে তাকে বলেন। তবে ষ্টেশনের ১ নং প্লাটফর্মে গিয়ে আশরাফ নামের কোন পুলিশ সদস্যকে খুজে পাওয়া যায়নি। বিষয়টি ষ্টেশন সুপারকে জানালে তিনি তাৎক্ষনিক সিসি টিভি ফুটেজ দেখেন। ১ নং প্লাটফর্ম থাকা একটি ক্যামেরায় মোবাইল হারানো ব্যাক্তিকে দেখা গেলেও ট্রেনে উঠান দৃশ্য দেখার মতো কোন ক্যামেরা না থাকায় চুরির দৃশ্য ধরা পড়েনি।

 

 

সম্প্রতিক সময়ে একই স্থান থেকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা যুবলীগ সদস্য আক্তারুজ্জামান রবিনের মোবাইল ফোনটি হারিয়ে যায়। তবে এক্ষেত্রে সিসি টিভির ফুটেজে সন্দেহভাজন বেশ কয়েকজনকে সনাক্ত করা হলেও জিআরপি পুলিশ তাদের খুজে বের করতে বা পরবর্তীতে ধরতে পারননি বলে সূত্র জানায়। এক্ষেত্রে ভুক্তভোগী ও সাধারণ জনগণ ময়মনসিংহ জিআরপি পুলিশের দায়িত্বহীনতা ও নির্বিকারতা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।

 

 

সূত্র জানায়, “সম্প্রতিক সময়ে ময়মনসিংহের একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে তারা অন্য একটি মোবাইল দিয়ে বিষয়টি আপোষ করে নেয়”।
“ষ্টেশন এলাকায় বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা যায়, বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও চোরচক্র ময়মনসিংহ রেলওয়ে জংশনে তাদের কার্যক্রম চালাচ্ছে জিআরপি পুলিশের নাকের ডগায়।”

 

 

তবে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ চৈতিগ্রুপের প্রায় ১০ থেকে ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ডাকাতি মামলায় চালান দেয় বলে সূত্র জানায়।

 

 

জানা যায়, পুরোহিতপাড়া,মাঘমারা এলাকার ছিনতাই গ্রুপের গ্যাং লিডার নিশাদের অন্তত ২০ সদস্য ষ্টেশন এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছে নির্বিগ্নে। তবে জিআরপি পুলিশ জানায় নিশাদ জেলহাজতে আছে।

 

 

“১২ নভেম্বর ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে এলাকা পরিদর্শন করেন একজন পদস্থ কর্মকর্তা। পরিদর্শনের প্রায় আধঘন্টা পরই তিস্তা এক্সপ্রেসে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে পুলিশের দায়িত্বহীনতা নিয়ে নানা প্রশ্ন তুলেন সচেতন মহল। তারা বলেন, উর্ধতন কর্তৃপক্ষ এসে বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিয়ে গেলেও তা কার্যত প্রয়োগকারীরা বাস্তবায়ন করতে অবহেলার নজির রাখছেন।”

 

 

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে চুরি ছিনতাই রোধে জিআরপি পুলিশের কর্মতৎপরতা ও প্লাটফর্মের চারপাশ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়টি নিয়ে কথা বলেন ভুক্তভোগীরাসহ সাধারণ জনগণ। এক্ষেত্রে রেলওয়ে ষ্টেশনে যাত্রী পারাপার ফুটওভার ব্রীজ ও পুরোহিতপাড়া মাঘমারা অংশে পরিতাক্ত্য ট্রেনের ঝোপঝাড় নজরদারির আওতায় আনার দাবি উঠেছে। কারণ ছিনতাই ও চোরচক্র বেশিরভাগ সময় তাদের কাজ সেরে ওই অন্ধকার ঝোপঝারে নিরাপদ আশ্রয় খুজে নেয়। এছাড়া পরিতাক্ত্য ওই ট্রেনের বগিতে ছিনতাইচক্রের নেশা ও অনৈতিক কাজের নিরাপদ আশ্রয় হিসাবেও চিহ্নিত করেছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

» সংবিধান মেনে নির্বাচনে আসেন, আমরাও আসবো-বিএনপিকে মোহিত উর রহমান শান্ত

» প্রতীকী অটোরিকশা চালিয়ে অবরোধের বিরুদ্ধে মোহিত উর রহমান শান্তর প্রতিবাদ

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

২০ গজের মধ্যেই চুরি, পুলিশ ব্যস্ত ফেসবুকিং নিয়ে;ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন

বিল্লাল হোসেন প্রান্তঃ

“ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে মোবাইল ফোন চুরির হিরিক পড়েছে। নির্বিকার জিআরপি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।” সম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনায় জিআরপি পুলিশের দিকে সমালোচনার তীর বিদ্ধ করেছে ভুক্তভোগীরা।”

 

 

১২ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসে যাওয়ার সময় পকেট থেকে মোবাইল ফোন চুরি হয় শওকত জামিল নামের এক ব্যবসায়ীর। তিনি ১ নং প্লাটফর্মে থেকে ছ-বগিতে উঠার সময় মোবাইলটি পকেট থেকে হাওয়া হয়ে গেছে বলে বুঝতে পারেন। “তাৎক্ষনিক প্রায় ২০ গজ দুরে বসে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি জানালে অনেকটা নির্বিকারভাবে পুলিশ সদস্যরা বলেন, জিডি করেন।”

 

 

বিষয়টি ময়মনসিংহ জিআরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনকে জানালে তিনি বলেন, ষ্টেশনে আশরাফ আছে তাকে বলেন। তবে ষ্টেশনের ১ নং প্লাটফর্মে গিয়ে আশরাফ নামের কোন পুলিশ সদস্যকে খুজে পাওয়া যায়নি। বিষয়টি ষ্টেশন সুপারকে জানালে তিনি তাৎক্ষনিক সিসি টিভি ফুটেজ দেখেন। ১ নং প্লাটফর্ম থাকা একটি ক্যামেরায় মোবাইল হারানো ব্যাক্তিকে দেখা গেলেও ট্রেনে উঠান দৃশ্য দেখার মতো কোন ক্যামেরা না থাকায় চুরির দৃশ্য ধরা পড়েনি।

 

 

সম্প্রতিক সময়ে একই স্থান থেকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা যুবলীগ সদস্য আক্তারুজ্জামান রবিনের মোবাইল ফোনটি হারিয়ে যায়। তবে এক্ষেত্রে সিসি টিভির ফুটেজে সন্দেহভাজন বেশ কয়েকজনকে সনাক্ত করা হলেও জিআরপি পুলিশ তাদের খুজে বের করতে বা পরবর্তীতে ধরতে পারননি বলে সূত্র জানায়। এক্ষেত্রে ভুক্তভোগী ও সাধারণ জনগণ ময়মনসিংহ জিআরপি পুলিশের দায়িত্বহীনতা ও নির্বিকারতা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।

 

 

সূত্র জানায়, “সম্প্রতিক সময়ে ময়মনসিংহের একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে তারা অন্য একটি মোবাইল দিয়ে বিষয়টি আপোষ করে নেয়”।
“ষ্টেশন এলাকায় বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা যায়, বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও চোরচক্র ময়মনসিংহ রেলওয়ে জংশনে তাদের কার্যক্রম চালাচ্ছে জিআরপি পুলিশের নাকের ডগায়।”

 

 

তবে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ চৈতিগ্রুপের প্রায় ১০ থেকে ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ডাকাতি মামলায় চালান দেয় বলে সূত্র জানায়।

 

 

জানা যায়, পুরোহিতপাড়া,মাঘমারা এলাকার ছিনতাই গ্রুপের গ্যাং লিডার নিশাদের অন্তত ২০ সদস্য ষ্টেশন এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছে নির্বিগ্নে। তবে জিআরপি পুলিশ জানায় নিশাদ জেলহাজতে আছে।

 

 

“১২ নভেম্বর ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে এলাকা পরিদর্শন করেন একজন পদস্থ কর্মকর্তা। পরিদর্শনের প্রায় আধঘন্টা পরই তিস্তা এক্সপ্রেসে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে পুলিশের দায়িত্বহীনতা নিয়ে নানা প্রশ্ন তুলেন সচেতন মহল। তারা বলেন, উর্ধতন কর্তৃপক্ষ এসে বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিয়ে গেলেও তা কার্যত প্রয়োগকারীরা বাস্তবায়ন করতে অবহেলার নজির রাখছেন।”

 

 

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে চুরি ছিনতাই রোধে জিআরপি পুলিশের কর্মতৎপরতা ও প্লাটফর্মের চারপাশ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়টি নিয়ে কথা বলেন ভুক্তভোগীরাসহ সাধারণ জনগণ। এক্ষেত্রে রেলওয়ে ষ্টেশনে যাত্রী পারাপার ফুটওভার ব্রীজ ও পুরোহিতপাড়া মাঘমারা অংশে পরিতাক্ত্য ট্রেনের ঝোপঝাড় নজরদারির আওতায় আনার দাবি উঠেছে। কারণ ছিনতাই ও চোরচক্র বেশিরভাগ সময় তাদের কাজ সেরে ওই অন্ধকার ঝোপঝারে নিরাপদ আশ্রয় খুজে নেয়। এছাড়া পরিতাক্ত্য ওই ট্রেনের বগিতে ছিনতাইচক্রের নেশা ও অনৈতিক কাজের নিরাপদ আশ্রয় হিসাবেও চিহ্নিত করেছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com