জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিলাদে যোগ দেন।
মিলাদে ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ও অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মিলাদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেও মোনাজাত করা হয়।