চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেছেন, পাকিস্তান ও চীন সবসময় একে অপরের পাশে ছিল। এই দুই দেশের বন্ধুত্ব ইস্পাতের চেয়ে শক্তিশালী এবং মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। খবর এনডিটিভির।
পাকিস্তানের ৭১ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার ইসলামাবাদে এ কথা বলেন তিনি।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং দেশটির শীর্ষ নেতাদের একজন ওয়াং। গতকাল রবিবার দুই দিনের সফরে ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রিত হয়ে ইসলামাবাদ পৌঁছান তিনি।
তিনি বলেছেন, পাকিস্তানের অগ্রগতি ও উন্নয়নে পাশে আছে চীন। বক্তৃতাকালে তার পাশে ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন এবং প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।
তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্ব ইস্পাতের চেয়ে শক্তিশালী এবং মধুর চেয়ে মিষ্টি।’
ওয়াং-এর সফরসঙ্গী হিসেবে আছেন চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। তাছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (ওয়ান বেল্ট, ওয়ান রোড) সম্পর্কিত ৫০ বিলিয়ন ডলারের প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।