বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশের শিক্ষকরা জুতা পায়ে শহীদ মিনারে উঠে প্রদীপ প্রজ্বলন করার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় জবি শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে নীল দলের একাংশ। এ অনুষ্ঠানে শিক্ষকরা সাবলীলভাবে শহীদ মিনারে জুতা পায়ে উঠেন। এ সময় উপস্থিত ছিলেন নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাকী। এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক সৈয়দ ফারুক হোসেনও ছিলেন।
নীল দলের আরেক অংশের সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ রকম ঘটনা ঘটে থাকলে তা লজ্জাজনক। এটি শহীদ মিনার ও বাঙালি জাতিকে অবমাননা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে।
তবে নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাকী জুতা পায়ে উঠার ঘটনাটি অস্বীকার করেছেন।