অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া ১০ মাসের শিশু তোফা ও তহুরা এখন ভালো আছে। বুধবার সকালে তাদের সেলাই কাটা হয়েছে। সেলাইয়ের স্থানে কোনো ধরনের সংক্রমন হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম ঢাকাটাইমসকে জানান, সকালে তাদের সেলাই খুলে দেয়া হয়েছে। সেলাইয়ের জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি।
গত বছরের ২৯ সেপ্টেম্বর তোফা ও তহুরার জন্ম হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়া তোফা ও তহুরার বাবা, মা শাহিদা বেগম।
চলতি বছরের ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে। ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সাড়ে নয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে তোফা ও তহুরাকে আলাদা করা হয়। এরপর তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।