জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর। এ সময় তিনি শোককে শক্তিতে পরিণত করে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার ঝিগাতলায় ধানমন্ডি থানা ছাত্রলীগ এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিখর।
১৯৭৬ সাল থেকে ধানমন্ডি থানা ছাত্রলীগ ঝিগাতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সেখানে এর আগে মরহুম আব্দুর রাজ্জাক শোক দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতেন। আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর প্রতি বছর এই অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রীর এপিএস।
১৯৭৫ সালের পরে যখন সারাদেশ দুই-একটি জায়গায় শোক দিবস পালিত হতো ধানমন্ডির ঝিগাতলা ছিল এর একটি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।