শরীয়তপুর সরকারি কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বসা নিয়ে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছগির হাওলাদার, সদস্য জাহিদ হাসান বাপ্পী, সদর উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল সরদার, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রাজিব দেওয়ান, সদস্য অনিক মাদবর। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
১৫ আগস্ট দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহসীন মাদবর।