সারাদেশে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানান শ্রেণি পেশার মানুষ। এর মধ্যে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, মসজিদ মন্দির গীর্জায় দোয়া ও প্রার্থনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও পৃথকভাবে শোক দিবস পালন করা হয়।
দিনটি উপলক্ষ্যে আজ সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়।