স্মার্টফোন হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না। কিন্তু আপনার যদি জানা থাকে কীভাবে ফোনটির লোকেশন ট্রাক করবেন তবে হারানো ফোন খুঁজে পেতেও পারেন। তবে কীভাবে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে বের করবেন?
অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব। কোথাও খোওয়া গেলে বা চুরি হলে আপনি লোকেশন জানতে পারবেন। ফোনটি পাওয়া না গেলে লক করে দিতে পারবেন। এমনকি সমস্ত জরুরি তথ্য গোপন করাও সম্ভব।
অ্যানড্রয়েড ডটকম/ফাইন্ড ওয়েবসাইটে গিয়ে ফোনের লোকেশন জানতে পারা যাবে। স্যামসাংয়ের ফোনে ‘ফাইন্ড মাই মোবাইল’ অপশন রয়েছে। এর মাধ্যমে ফোনটি ট্র্যাক করা যাবে।
আইফোনের জন্য কী করতে হবে? সেটিংয়ে আইক্লাউড-অ্যাকটিভেট ‘ফাইন্ড মাই আইফোন’-এ যান। প্রাইভেসি সেটিংয়ে লোকেশন সার্ভিস অপশন অন করুন। ফোন হারিয়ে গেলে আইক্লাউড.ডটকম/ফাইন্ড লগ ইন করতে হবে।
‘ফাইন্ড মাই আইফোন’নামে অ্যাপও রয়েছে। মনে রাখতে হবে আপনার স্মার্টফোনটি অন থাকলে বা মোবাইল নেটওয়ার্কিংয়ে থাকলেই ট্র্যাক করা সম্ভব।