নিজেদের ৫০তম টেস্টে বীরত্বের ছাপ রেখেই যাচ্ছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরেন এই দুই টাইগার তারকা। সাকিবের পর এবার ফিফটির খাতায় নাম লেখালেন তামিমও। ১১৯ বলে ২টি চার এবং ৩টি চারের সাহায্যে নিজের ২৩তম অর্ধশতক করেছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম।
এর আগে ক্যারিয়ারের ২২তম অর্ধশতক হাঁকান সাকিব। ৬৫ বলে ৭টি চারের সাহায্যে সাকিব তার অর্ধশতক পূর্ণ করেছেন। ৫০তম টেস্ট ছাড়াও আরেকটি মাইলফলক ডাকছে সাকিবকে। অস্ট্রেলিয়া বাদে সবকটি টেস্ট দলের বিপক্ষে বোলিংয়ে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট পেলে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়বেন সাকিব।
দিনের শুরুতেই বাংলাদেশকে বড়সড় ধাক্কা দেয় প্যাট কামিন্স। স্কোর বোর্ডে ১০ রান জমা পড়তেই তিন উইকেট শিকার করে নেন প্যাট। এক এক করে প্রথম সারির তিন ব্যাটসম্যান সৌম্য (৮), ইমরুল (০) আর সাব্বির (০) ফিরে যান সাজঘরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মুশফিকুর রহিম। দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে ওজিদের বিপক্ষে একাদশ সাজিয়েছে টিম বাংলাদেশ। পেস আক্রমণে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গী প্রস্তুতিতে সাফল্য পাওয়া শফিউল ইসলাম। আর স্পিনে তিন ত্রয়ী সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।