মাটি ও মানুষ ঃ এবারই প্রথম স্বনামধন্য মেডিকেল কলেজ সিবিএমসিবি-তে বড় পরিসরে ডাঃ মুশফিকুর রহমান শুভ-র স্মরণে “শুভ স্মৃতি প্রিমিয়ার লীগ-২০১৭” আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা মাঞ্জুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ শুভ-র পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর ফুফাতো বোন আসমা আহমেদ পল্লী এবং তাঁর ভাগিনা সাদমান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ এম. করিম খান,উপ-পরিচালক ডাঃ খায়রুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডাঃ মোর্শেদ আলম,অধ্যাপক ডাঃ এম. এ. গফুর,ডাঃ মো: ইউনুস আলী,ডাঃ শাহানাজ পারভীন,ডাঃ জাকির হোসেন খান,ডাঃ অরূপ রতন পাল,ডাঃ মামুনুর রশীদ,ডাঃ মাসুদ হাসান সজীব,ডাঃ শাকিল,ডাঃ রিয়াদ,ডাঃ আশিকুর রহমান,ডাঃ আরেফিন প্রমুখ।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক – চিকিৎসক,ইন্টার্নী চিকিৎসক,ছাত্র-ছাত্রীবৃন্দ,কর্মকর্তা-কর্মচারী সহ সকলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডাঃ মুশফিকুর রহমান শুভ-র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এবারের SSPL-২০১৭ এ মোট ৮টি টিম ২টি বিভাগে ভাগ হয়ে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী ম্যাচে বরিশাল বার্নার্স ৬ উইকেটে জয় লাভ করে ঢাকা বয়েজ-এর সাথে।
ম্যান অফ দ্যা ম্যাচ হয় কাশ্মীরি খেলোয়াড় আবিদ।ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ডাঃ তুষার শিবলী এবং ডাঃ সাখাওয়াত হোসেন নাহিদ।সার্বিকভাবে সমন্বয় করেন ডাঃ নূরুল আলম সিদ্দিকী রবিন,রেজাউল করিম শাকিল,ডাঃ মাজহার মিজু প্রমুখ।
এবারের ন্যায় প্রতি বছরই আরো সুন্দর ও সুসজ্জিতভাবে টুর্নামেন্টটি আয়োজনের প্রত্যাশা জানান আয়োজকরা।