বিল্লাল হোসেন প্রান্ত ॥
জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে আমরা স্বাধীনতার ৫০ তম বর্ষপূর্তি উদযাপন করবো। এটা হোক ময়মনসিংহ মুক্ত দিবসের শপথ। বলেছেন বীর মুক্তিযোদ্ধা ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে ৪৬ বছর আগে এদিন আমরা দেশকে হানাদার মুক্ত করেছি। কিন্তু এখনো শত্রু মুক্ত হয়নি। আজও স্বাধীনতা বিরোধী শত্রুরা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
ঐতিহাসিক ১০ ডিসেম্বর ৪৬ তম ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে রবিবার সকালে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
ছোটবাজার মুক্তিযোদ্ধা সরনিতে মুক্তমঞ্চে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা জনতার বিজয় র্যালী হয়। ৪৬ বছর আগেও একাত্তরের ১০ ডিসেম্বর ময়মনসিংহে প্রথম মুক্তিযোদ্ধা জনতার বিজয় র্যালীতে নেতৃত্ব দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস উপলক্ষে সাপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে গৌরীপুর এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও সংরক্ষিত নারী আসনের এমপি ফাতেমা জোহুরা রানী উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক মো: খলিলুর রহমান,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন,জিয়াউল ইসলাম, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, কেন্দ্রী স্বেচ্ছাসেবকলীগ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড. এ বি এম নুরুজ্জামান খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্ন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান বাবু, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক হুমায়ন রশিদ সোহাগ,যুবলীগ নেতা রাফিউর রাজ্জাক বাদশা, মনিরা সুলতানা মনি, তামান্ন ইয়াছমিন প্রিয়াংকা প্রমুখ।