বিল্লাল হোসেন প্রান্ত ॥
বোররচর যুবলীগের ইউনিয়ন সম্মেলনে নেতৃত্ব নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে। ৩১ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় অফিসে ভোটধিকার প্রয়োগের মাধ্যমে ১৩৮ জন ভোটার সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
জেলা যুবলীগ এড. আজহারুল ইসলাম শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার বোররচর বাত্তিপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে ৩ নং বোরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশন শেষে এ সিদ্ধান্ত দেন।
সভাপতি সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বি থাকায় এবং সমঝোতা না হওয়ায় নির্বাচনের সিদ্ধান্ত দেন জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম।
এর আগে প্রথম অধিবেশনে সম্মেলন উদ্বোধন করেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শহিদুল ইসলাম, এতে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আহবায়ক এড. আজহারুল ইসালাম।
বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান, আখেরুল ইমাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধক্ষ্য মোশারফ হোসেন বাচ্চু, জেলা যুবলীগ ৩ নং বোররচর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ আহবায়ক মো: শওকত আলী বুদু, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ সরকার, হাজী আব্দুল আজিজ সরকার, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং বোররচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: আব্দুল হালিম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান।
সম্মেলনে আমন্ত্রীত অতিথি ছিলেন জেলা যুবলীগ কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।