বিল্লাল হোসেন প্রান্ত , ২৩ এপ্রিল ময়মনসিংহ ॥
৪ দিন পর আবারও মঞ্চ কাপিয়ে হাজারো তারুন্যেকে উন্মাদ করেছে নগর বাউল জেমস। গানে গানে পাগল করেছে লালন ব্যান্ড দল। আরও ছিলেন শিরোনামহীন, শুভ রকস, ভাইকিংস, শূণ্য। দেশের জনপ্রিয় টেলিকম অপারেটর বাংলালিংক ফোর জির সৌজন্যে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। খ্যাতিমান ব্যান্ড শিল্পীদের গানে দর্শক মুগ্ধ করে দেশব্যাপী গ্রাহকদের হৃদয় জয় করেছে বাংলালিংক। সমাজের অন্যতম প্রধান অংশ তারুণ্যের উপস্থিতি কথা বিবেচনায় রেখে বাংলালিংক ২০০৬ সাল থেকে এ ধরনের কনসার্টের আয়োজন করে আসছে।
সোমবার ২৩ এপ্রিল বিকালে ময়মনসিংহের ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ব্লুজ কমিউনিকেশন এর আয়োজনে বাংলালিংক ফোর জি সৌজনে নতুন দিনের কনর্সাট অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা থেকে বিরতিহীনভাবে চলে রাত ১০ টা পর্যন্ত।
পূর্ব ঘোষিত এ কনর্সাটকে ঘিরে তরুণ শ্রেনীর মধ্যে ছিল চরম উত্তেজনা। বিশেষ করে ব্যান্ডসঙ্গীত জগতের গুরু সম্মোধনকারী সবচেয়ে জনপ্রিয় শিল্পী জেমসময় ছিল ময়মনসিংহ।
কনসার্টে হাজার হাজার মানুষের উপস্থিতি ল্য করা গেছে। তবে কনসার্টে ছিল তারুণ্যের বাঁধভাঙা উল্লাস। উন্মাদনা। মাথায় বাংলালিংকের লগো সম্বলিত এফরোন বেঁধে আনন্দ উছ¦াসে মেতে উঠে তরুণ প্রজন্ম। তবে ৪ দিন আগে সংস্কৃতি মন্ত্রনালয় কর্তৃক ময়মনসিংহে একই স্থানে গান গেয়ে মঞ্চ কাপিয়েছিলেন জেমস, চিরকুট। বাংলালিংকের এ কনার্সাট হওয়ার কথা ছিল ২৩ মার্চ। অনিবার্য কারণে সেটি স্থগিত হয়ে যায়।
সংস্কৃতি মন্ত্রনালয়ের কনর্সাটে কিছু তরুণ মঞ্চরক্ষা বেস্টনি নষ্ট করে ভিআইপি এলাকায় প্রবেশসহ কিছু অপ্রীতিকর ঘটনার অবতারন করে। পুলিশের কৌশলী ও সচেষ্ট ভূমিকার কারণে সেদিন পুরো অনুষ্ঠান শেষ করা যায়। এক্ষেত্রে ৪ দিন পর বাংলালিংকের কনর্সাটে ভিআইপিদের সবার স্থান ছিল স্টেডিয়াম ভিআইপি গ্যালারিতে। যেখান থেকে মূল মঞ্চটি পুরোপুরি দেখা বা উপভোগ করা যায়নি বলে মন্তব্য করেছেন ভিআইপি গ্যালারি দর্শক সূত্র।
এর আগে বাংলালিংকের উর্ধতন কর্তৃপক্ষ দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন। বাংলালিংক পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগীয় শহরে ফোর জি নতুন দিনের কনসার্ট আয়োজন করে আসছে। সূত্র জানায় আগামী ২৬ এপ্রিল চট্টগ্রামেও ধরনের কনসার্টের আয়োজন করার কথা রয়েছে।