বিল্লাল হোসেন প্রান্ত, ২৫ এপ্রিল:
ময়মনসিংহ জেলায় পিছিয়ে পরা জনগোষ্ঠী ভিক্ষুকদের পর্যায়ক্রমে পুর্নবাসনের আওতায় আনা হবে। জেলায় কোন ভিক্ষুক থাকবে না বলেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
বুধবার ২৫ এপ্রিল জেলার তারাকান্দা, ফুলপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে পুর্নবাসন কর্মসূচীতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক প্রথমে তারাকান্দার কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সেখানে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ১০ টি ইউনিয়নের ১শ ভিক্ষুককের হাতে ২৪শ টাকা সংযুক্তি সদস্য পাস বই প্রদান করেন।
এছাড়া তিনি প্রাথমিকভাবে উপজেলার কামারপুর ইউনিয়নের ১০ জন ভিক্ষুককে সমিতির মাধ্যমে ২টি ব্যাটারি চালিত রিক্সা প্রদান করেন।
পুর্নবাসিতীদের সকলকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ২৪শ টাকা সদস্য ফি এর সাথে প্রশাসনের আরও ২৪শ টাকার আওতায় জুলাই মাসে একত্রে ১০ হাজার টাকা প্রদান করা হবে। এবং প্রদানকৃত টাকায় তারা কি কাজ করবেন সেটিও নির্ধারন করে দেয়া হবে।
এরপর জেলা প্রশাসক ফুলপুর উপজেলায় ১৬২ জন ভিক্ষুক এবং ১৫ জন ক্ষুদ্রনৃগোষ্ঠীর পিছিয়ে পরা জনগোষ্ঠীকে পুর্নবাসনের আওতায় আনা হয়।
এদের মধ্য ১০০ জনকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা হয়। এবং ২৫ জনকে ব্যাটারিচালিত রিক্সা, ১১ জনকে ভ্রাম্যমান ঝালমুড়ির দোকান,২১ জনকে সেলাইমেশিন, ২০ টি চায়ের দোকান করা ব্যবস্থা করে দেয়া হয়।
এরপর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস একই কর্মসূচীতে অংশগ্রহন করতে হালুয়াঘাট উপজেলায় যান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মহসীন উদ্দিন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী,তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,ফুলপুর উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ প্রমুখ।