বিল্লাল হোসেন প্রান্ত,২৮ এপ্রিল ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষনা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলা যুবলীগের আহবায়ক হয়েছেন এম সালাউদ্দিন,যুগ্ম আহবায়ক হয়েছেন এম এ কাওসার। পৌর যুবলীগের আহবায়ক হয়েছেন মাহমুদ হাসান সজীব, যুগ্ম আহবায়ক হয়েছেন তাজমুল আহমেদ।
শুক্রবার ২৭ এপ্রিল রাত ৮ টায় শিববাড়ি দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম এ কমিটি অনুমোদন দেন। এ সময় জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান, আখেরুল ইমাম সোহাগসহ জেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গফরগাঁও আওয়ামী যুবলীগের নয়া নেতৃত্ব ফুল দিয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ও জেলা যুবলীগ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান, মিষ্টমুখ করেন।
জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এ কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন সকলেই যোগ্য। আপনারা আগামী ৩ মাসের মধ্যে উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সম্মেলন সম্পূর্ণ করে যোগ্য নেতৃবৃন্দ তুলে আনবেন।