বিল্লাল হোসেন প্রান্ত ॥
‘কৃষক শ্রমিক সাধারনের দাবি একটাই ওরে ফাঁসিয়েছে’, ‘আবুলরে শাস্তি দিওনা আমারে দাও’ লিখিত এমন শত শত প্লেকার্ড হাতে ৭০ বছরের বৃদ্ধ, নারী পুরুষ এমনকি শিশুরাও ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। সকাল থেকে বৃষ্টি, কাদা উপেক্ষা ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুনিয়া ইউনিয়নের হারগুজিপাড়া গ্রামের যুবলীগ নেতা আবুল হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধান করেছে হাজারো গ্রামবাসী।
২৬ এপ্রিল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এলাকার জনমনে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল রবিবার দুপুর ১২টায় নগরীর গাঙ্গিনারপাড় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আবুল হোসেনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি জানিয়েছে গ্রামবাসী।
মনব্বন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শিবলী সাদিক, রোকেয়া বেগম ও শরীফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন প্রতিপক্ষের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে যুবলীগনেতা আবুল হোসেন। তাকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা।
বক্তারা বলেন, এলাকায় দির্ঘ্যদিন যাবৎ চলমান প্রতিপক্ষ সন্ত্রাসীদের মাদক, জুয়া, অস্ত্রবাজী, ককটেলবাজীসহ শান্তি শৃঙ্খলায় অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানে ছিল যুবলীগনেতা আবুল ও তার সমর্থক নেতাকর্মীরা।
বক্তারা বলেন, যুবলীগ নেতা আবুল হোসেন একজন সৎ ও ভাল মানুষ। তার সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন, অন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান এলাকায় সন্ত্রাসীদের উদ্বেগ সৃষ্টি করেছিল। অথচ তাকেই রাজনৈতিক ষড়যন্ত্রের মুখে পড়তে হলো।
আবুলকে ষড়যন্ত্রমূলকভাবে যারা ফাসিঁয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়াসহ তার নামে দায়ের করা মামলা প্রত্যহার করে মুক্তির দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোররাতে ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, ককটেল,দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।