বিল্লাল হোসেন প্রান্ত:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি রিভালবার ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তারা হলেন, আনিছুর রহমান (৫৯) মো. আতিক (৫২)। তাদের কাছ থেকে একটি বিদেশী একটি রিভালবার, ৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ মে) বিকেল ৩ টার দিকে র্যাব-১৪ ময়মনসিংহস্থ কার্যালয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এএসপি হাফিজুল ইসলাম বাবু।
তিনি জানান, গত বুধবার (১৬) রাত ১০ টার দিকে গফরগাও উপজেলার পাগলা থানাধীন ছাপিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভালবার, পাচ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-১৪ এর একটি টিম।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্ত্র ক্রয় ও বিক্রয় করে আসছিল। এ বিষয়ে পাগলা থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।