বিল্লাল হোসেন প্রান্ত ॥
পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফস কিংবা আত্মার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা। সেই প্রকৃত মুসলমান যে নিজের নফসের প্ররোচনা, ইচ্ছাকে পরাজিত করে আল্লাহ পাকের দেয়া জীবন যাপন করতে সম হয়। সিয়াম সাধনার ৩০ দিন নিজের নফসের সাথে যুদ্ধ করে সারা বছর সেই মতো চলতে পারাটাই হবে জয়। বলছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
বৃহস্পতিবার ২৪ মে সন্ধ্যায় সাহেব কোয়াটার পুলিশ সুপারের বাসভবনে ইফতার পূর্ব দোয়া মাহফিলে রমজানের উদ্দেশ্যগুলো নিয়ে তিনি কুরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করেন। এর আগে মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা হামদ ও নাথ পরিবেশন করেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, পৃথিবী সৃষ্টি থেকে সিয়াম পালনিয়। তিনি বলেন, রোজা আমাদের ভালো কাজের শিক্ষা দিতে অনুপ্রানিত করে।
এরপর হুজুর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা ও দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।