বিল্লাল হোসেন প্রান্ত ॥
ময়মনসিংহ নগরীর সেহড়া চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫০০ শ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মুক্তিচর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আলী রাজ ও একই জেলার পূর্বধলা উপজেলার পাইলটি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মোঃ রুবেল মিয়া ওরফে নিরব।
জানা যায়, নিরব আনন্দমোহন কলেজের ছাত্র। সে অনার্স ২য় বর্ষের পলিটিক্যাল সাইন্স বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ মে ) দুপুর ২ টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয়ে প্রেসব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৪ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ নাজমুল আরিফিন পরাগ।
তিনি জানান, বুধবার (২৩ মে ) রাতে র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্রগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান আসছে ময়মনসিংহ। এরই সূত্র ধরে নগরীর সেহড়া চামড়া গুদাম এলাকায় র্যাব-১৪ এর একটি টিম অবস্থান নেয়। পরে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেলে করে কসমেটিকসের কার্টুন দুজন যুবক মটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধী সন্দেহ হলে যাওয়ার সময় র্যাব মোঃ আলী রাজ (২০) ও মোঃ রুবেল মিয়া ওরফে নিরব (২০) নামে দুই যুবককে আটক করে র্যাব।
তিনি আরও জানান, পরে কসমেটিকসের কার্টুনটি তল্লাশী চালিয়ে ভাটিকা ক্রিম এর কৌটার ভিতর অভিনব কায়দায় ইয়াবার চালান পাওয়া যায়। এসময় কার্টুনটি তল্লাশী করে সর্বমোট ৩৭ হাজার ৫০০ শত পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত একটি মটর সাইকেল, নগদ ৫ হাজার ৫০০ শত টাকা ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১,১২,৫০,০০০/- (এক কোটি বার লাখ পঞ্চাশ হাজার টাকা)।
র্যাব জানায় প্রাথমিক ভাবে জানা গেছে গ্রেফতারকৃত মোঃ আলী রাজ এর নামে চট্টগ্রামের বাকলিয়া থানায় মাদক মামলা রয়েছে। রুবেল মিয়@ নিরব এর বিরুদ্ধে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় মারামারি মামলা রয়েছে।
আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।