বিল্লাল হোসেন প্রান্ত ॥
ময়মনসিংহে জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। জেলায় স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ আফাজ উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ নং আকুয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। আফাজ উদ্দিন সরকার ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট ভাই।
আলহাজ আফাজ উদ্দিন সরকার ১৯৬১ সালের ২ মার্চ আকুয়ার মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
গত ১১ মে শুক্রবার সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ হাসপাতেল কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। তার শলিীরিক অবস্থার অবনতি হলে ডাক্তরা তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রেফার্ড করেন। এরপর ওইদিনই দুপুরে তাকে এয়ার এভিয়শনের ইমপ্রেস এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যান ভাতিজা মোহিত উর রহমান শান্ত।
১৩ মে এনজিওগ্রাম এর মাধ্যমে তার হার্টের ৩ টি ব্লকে রিং পরানো হয়। এবং কিডনির সমস্যজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৫ মে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
শুক্রবার রাত ৯ টার দিকে আলহাজ আফাজ উদ্দিন সরকারের ভাতিজা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর এক ফেসবুক বার্তায় এ খবর জানা যায়। আফাজ উদ্দিন সরকারের মৃত্যুর খবরে মুহূর্তেই জেলাব্যাপী শোকের ছাঁয়া নেমে আসে। আওয়ামী লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আকুয়াবাসী শোক প্রকাশ করে ছুটে যান আকুয়া মড়লপাড়ায় তার নিজ বাসভবনে। ময়মনসিংহের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম শুরু হয়েছে।
আলহাজ আফাজ উদ্দিন সরকার ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্য মতিউর রহমান এর ছোট ভাই ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর ছোট চাচা ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচীর বাবা।
পরিবার সূত্রে জানা যায় শনিবার সকালে ব্যাংকক থেকে তার মরদেহ বাংলাদেশে এসে পৌছবে। এবং শনিবার সকালেই তার নামাজে যানাজার সময় জানানো হবে।