বিল্লাল হোসেন প্রান্ত:
প্রস্তুত ময়মনসিংহের ইনক্রেডিবল এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। ৯ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গফরগাঁওয়ের জননন্দিত নেতা এবার সরাসরি আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সরাসরি জনগনের প্রশ্নউত্তরের সম্মুখীন হবেন, শুনবেন মতামত। এ নিয়ে গফরগাঁওসহ জেলায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
গফরগাঁও জুড়ে বিষ্ময়কর উন্নয়ন দৃশ্যমান। পরিকল্পিত ও কাঙ্খিত উন্নয়নের দৃশ্যমান চিত্র খোলা চোখেই ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের উপলব্ধি, এলাকার উন্নয়ন দেখলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা মনে পড়ে যায়। গফরগাঁওয়ের প্রতি যার রয়েছে বিশেষ দৃষ্টি। বিরল ভালোবাসা।
আর গফরগাঁও এর সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল তার নির্বাচনী এলাকায় মাটি ও মানুষের নেতা হয়ে উঠেছেন। সার্বক্ষনিক মিশে আছেন গণ মানুষের সাথে। কাজ করে যাচ্ছেন জনকল্যান ও উন্নয়নে। আর সে আত্মবিশ্বাস নিয়ে তিনি এবার জনগনের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম
ফেইসবুকে লাইভে আ আসবেন জনতার কথা শুনতে।
বর্তমান সরকার আমলে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এলাকার সার্বিক উন্নয়নের ধারা সূচনা করেছেন।
ফলে দৃশ্যমান বাস্তবতায় চোখে পড়ে বদলে গেছে গফরগাঁও। গত ৩ বছরে শতাধিক প্রকল্পে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড চলছে উপজেলাটিকে। পর্যবেক্ষক মহলএই উন্নয়ন ধারাকে বৈপ্লবিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন ।
গত দশম সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে অবর্তীণ হয়ে লক্ষাধিক ভোটের বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হন ফাহমী গোলন্দাজ বাবেল। তরুণ প্রজন্মের এই নেতা গফরগাঁওবাসীর ভোট বিপ্লবের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্য দিয়েই গফরগাঁওয়ে সূচিত হয় রাজনীতির নতুন দিগন্ত। নতুন অধ্যায়। নতুন যুগ। নতুন দিনের এই এমপির নতুনত্ব গফরগাঁওয়ের রাজনীতি তারুণ্যের মাত্রাকে বহুগুন এগিয়ে নিয়ে গেছে।
তরুণ এমপি হয়ে বাবেল গোলন্দাজ স্থানীয় ও আওয়ামী লীগের রাজনীতিতে এক নতুন যুগের শুরু করেন উন্নয়ন ও জনকল্যাণ সেখানে নিয়ামক।
এ কারনেই আওয়ামী লীগ সাংগঠনিক বলয়ে এবং ভোট ব্যাংকে বাবের গোলন্দাজ এর ডায়নামিক লিডার শীপকে নিয়ে গেছে বিকল্পহীন উচ্চতায়।