বিল্লাল হোসেন প্রান্ত ॥
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন হয়েছে।
ময়মনসিংহ মহানগরের ২১ ওয়ার্ড ও ১৩ ইউনিয়ন আওয়ামী লীগ গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ এর আয়োজন করা হয়।
ময়মনসিংহ মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্তর নির্দেশে সকাল থেকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ,জেলা যুবলীগ, মহানগর যুবলীগ,জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে আলোচনা সভা ও গণভোজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
বিন¤্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ করে শোক থেকে শক্তি সঞ্চারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত দেশে গড়ার শপথ নেন নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনের সূচনা হয় শিববাড়ী আওয়ামী লীগ অফিসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে। এ ছাড়াও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেল, ছাত্রলীগ নেতা সাহর চৌধুরীরর চরপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগ সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান, আখেরুল ইমাম সোহাগ, মহানগর আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. তাজুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, সাংগঠনিক সম্পাদক ইমরান, পুজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি এড. তপন দে, জেলা তরুণ লীগ সভাপতি মাহবুবুল আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচী, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষাণ, জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, রাশেদুল হক রনি, সুপ্রিয় রায়, বিপ্লব রহমান জুয়েল,সালাউদ্দিন লাভলু, সুজাউদৌল্লা সুজা, কোতোয়ালী যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার রাফিউর রাজ্জাক বাদশা, মহানগর যুবলীগ সদস্য রাজীব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ্র একে একে আয়োজিত সকল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডে জেলা যুবলীগ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান বাবু বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সেই ষড়যন্ত্র থেমে যায়নি। তেমনি আজকেও চক্রান্ত চলছে। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শান্তকে নিয়ে। ন্যাক্কারজনক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে সর্তক থাকতে হবে অশুভ শক্তির ষড়যন্ত্রে বিরুদ্ধে।