বিল্লাল হোসেন প্রান্ত ॥
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে গণমিছিল করেছে ময়মনসিংহ ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু।
২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ ভালুকা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে অনুষ্ঠিত হয়। বিশাল গণমিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিন করে ভালুকা আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এসে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির দাবি করেন।
তিনি বলেন ৭৫ এ বঙ্গবন্ধু হত্যা আর ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যায় যারা জড়িত ছিল তাদের উত্তসূরীরাই বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছে। সেখানে মহিলা আওয়ামী লীহ সভানেত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহতয় আহত হন অসংখ্য নেতাকর্মী।
ভালুকা উপজেলার জনপ্রিয় যুবলীগ নেতা পিন্টু বলেন, আগামি ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় দেয়ার কথা রয়েছে। রায়ে হামলায় জড়িতদের ফাসির দাবি করছি। এটি জনগনের দাবি।
রফিকুল ইসলাম পিন্টু বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গত ৫ বছরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই ৫ বছরে আমার কোন দুর্নীতি অনিয়মের অভিযোগ নেই।
তিনি বলেন, অতীতে আপনারা আমাকে যেভাবে কাছে টেনেছেন আগামী নির্বাচনে সেভাবেই আমার পাশে থাকবেন বলে আমি আশাবাদি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা আসন থেকে নৌকার মনোনয়ন প্রার্থী যুবলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আমি তাকেই সমর্থন করবো। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি। আপনারা আগামী নির্বাচনে আমাকে অতিতের মতোই দেখবেন। সুখে দু:খে আমি আপনাদের পাশে থাকতে চাই।
যুবনেতা পিন্টু বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে ষড়যন্ত্র করছে। আমার জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে একটি মহল নানা অপকৌশল চালাচ্ছে। তবে আপনারা পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আমাকে থামাতে পারবে না। আমি সকল বাধা অতিক্রম করকে সমর্থ হব।
গণমিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাতীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে মূল মিছিলকে জনসমুদ্রে রূপান্তর করে।
এ সময় মিছিলে অংশগ্রহণ করেন,জেলা আ’লীগের সহ সভাপতি মন্তাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোফাজ্জেম হোসেন বাবুল,জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট শওকত আলী, মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম,কাচিনা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাজাহারুল ইসলাম উজ্জল, রাজৈ ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, উথুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফুর রহমান লিটন, ভরাডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিকুল ইসলাম পাঠান, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগ সভাপতি লোকমান হেকিম, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা,কাচিনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল তালুকদার,ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, মল্লিকবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি শামছুল হক মেম্বার, যুবলীগ নেতা আশরাফুল আলম জান্নাত, মকবুল হোসেন, মোঃ রমিজ উদ্দিন খান,আব্দুল মতিন, শ্যামল সরকার,কামরুজ্জামান বুলবুল,দুলাল হোসেন,রাসেল মন্ডল,সোহেল রানা,তানভীর আহাম্মেদ খান, উপজেলা তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের ভালুকা উপজেলা সভাপতি কবির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক আতিক উল্যাহ (প্রমুখ)।