জনমত ডেক্স ॥
মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালসহ ৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও জেলা প্রশাসকের বরাতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মন্ত্রিপরিষদে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে কেন্দ্রীয় সংসদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখা। সোমবার ৮ অক্টোবর দুপুর ১২ টায় নগরীর থানাঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ। মিছিলটি রেলওয়ে চত্বর প্রদক্ষিন করে গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে কাচারিঘাট ডিআইজি অফিস এর সামনে এসে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে প্রায় ৩ ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে তারা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা আহবায়কের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রদিনিধি দল জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব মো: রিয়াজুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল ইসলাম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুণ আল রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক হুমায়ন রশিদ সোহাগ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহবায়ক জামায়েল সামী, যুগ্ম আহবায়ক, মো: শরীফ আহমেদ, যুগ্ম আহবায়ক জালাল, মুক্তিযোদ্ধা পল্লী সভাপতি ফরহাদ আলম খান সোহেল, সাধারণ সম্পাদক এ বি এম ফজলে রানা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ বুলবুল, সদর আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু , নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক হুমায়ন রশিদ সোহাগ বলেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা বেঁচে থাকতে ৭১ এর রণাঙ্গনে ঝাপিয়ে পড়ে দেশের স্বাধীনতা অর্জনকারী সেই বীর সেনানীদের দেয়া সম্মাননা কেড়ে নিতে দিব না। মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দিয়েছেন স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
তিনি বলেন, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন লাগাতার চলবে। আমাদের ছয় দফা দাবিগুলো হলো ১. ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল ও বাস্তবায়ন , ২. সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাদের কটূক্তি বিচার, ৩. মুক্তিযোদ্ধা পারিবারিক সুরা আইন প্রণয়ন, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার বিচার, ৫. প্রশাসনে রাজাকার ও রাজাকারদের সন্তানদের তালিকা করে বরখাস্ত করা, ৬. মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
তিনি অতিসত্তর এ দাবি মেনে নেয়ার অনুরোধ জানান। অন্যথায় ১১ অক্টোবর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার হুসিয়ারী উচ্চারণ করেন।
বিক্ষোভ মিছিল অবস্থান ধর্মঘট থেকে মন্ত্রী পরিষদ সচিব কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা বালিতে সুপারিশ করায় তার পদত্যাগ দাবি করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, গত বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ করেছিল মন্ত্রী পরিষদ সচিবসহ সরকারি কমিটি, তাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি এ সিদ্ধান্তকে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও চক্রান্ত বলে দাবি করে মন্ত্রী পরিষদ সচিবের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ এসে বিশাল জনসমুদ্্ের পরিনত হয়।