বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ এক ডাকাত গ্রেফতার হয়েছে।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে ২১ অক্টোবর বি-বাড়িয়া জেলার নবীনগর এলাকায় এ অভিযান চালান।
অভিযানে মোঃ মনেক মিয়া ওরফে মনেক ডাকাত এর ছেলে মোঃ শিপন (২৬) কে ১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ১ টি বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।
র্যাব জানায় ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পালাতক আসামী মোঃ বাবু @ ড্রাম বাবু (৪০), পিতা-মৃত আঃ মান্নান মিয়া, সাং- দরাভাঙ্গা, থানা-নবীনগর, জেলা- বি-বাড়িয়া এর নাম প্রকাশ করে। ধৃত আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার নবীনগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।