বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবির) অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ২ মোটরসাইকেল চোর গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ২শ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল।
ওসি ডিবি মোঃ শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় মাদক, সন্ত্রাসসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।
তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাকৃবি থেকে একটি ১৩৫ সিসি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে ডিবি পুলিশ।
ওসি বলেন, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ডিবি পুলিশের একটানা অভিযান পরিচালনায় ২২ অক্টোবর বাকৃবি জব্বারের মোড় থেকে মটর সাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ সোহেল রানা (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত আশরাফ আলী ছেলে। একইসাথে সোহেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী জামালপুর জেলার তোফাজ্জল এর ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
একইদিন হালুয়াঘাট উপজেলার ডুবারপাড়ায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু বাক্কার ওরফে বাক্কার (৪৫) কে গ্রেফতার করা হয়। সে ফুলপুর উপজেলার মৃত মেহের আলীর ছেলে বলে জানা গেছে।
ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, ২৩ অক্টোবর এসআই মোঃ আনোয়ার হোসেনসহ একাধিক অফিসারের নেতৃত্বে নগরীর জুবলিঘাট বিপিন পার্ক এর সামনে থেকে মোঃ ইমন ওরফে রাকিব(২১)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। রাকিব গোবিন্দ গাংগুলি রোডের ইসমাইল হোসেন ছেলে বলে জানিয়েছেন ওসি ডিবি।তাদেরকে মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।