বিল্লাল হোসেন প্রান্তঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ আওয়ামী লীগে ডামি মনোনয়ন প্রত্যাশিদের ছড়াছড়ি। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন থেকেই ময়মনসিংহ জেলার ১১ আসনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
যাদের মধ্যে জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী যেমন রয়েছেন, তেমনি আছেন নামকাওয়াস্তে মনোনয়ন প্রত্যাশীরা। এরা মনোনয়ন ফরম কিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান দিলে জনগন প্রথম জানতে পারেন তাদের মনোনয়ন প্রত্যাশার কথা।
জানা যায়, বিশেষ প্রার্থীর হয়ে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সূত্রমতে, প্রক্সি দিতেই রাতারাতি এরা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে তাদের নাম জারি করলেন। অনেকের মতে, পার্লামেন্টারি বোর্ডের সামনে যাওয়াই এসব ডামি প্রার্থীর কাজ হবে। যেন সুযোগ বুঝে প্রার্থী বিশেষের পক্ষে ওকালতি করা যায়।
তবে ময়মনসিংহ জেলার প্রতিটি আসনে মনোনয়নযুদ্ধে অবতীর্ন রয়েছেন অনেক প্রার্থী। যারা মনে করেন দলীয় মনোনয়ন পাবেন। আবার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেই জেনেও অনেকে মনোনয়ন টিকিট সংগ্রহ করেছেন।
৩০ হাজার টাকায় মনোনয়ন কেনা অনেক প্রার্থীরই নিজ নির্বাচনি এলাকায় ৩০ হাজার ভোট পাওয়ার যোগ্যতা নাই বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট দলীয় সমর্থকরা। এরাও দলীয় টিকেট কেনায় বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়েছে।
নির্বাচনের পূর্বে দলের সিরিয়াস ও যোগ্য প্রার্থীদের জনমত বিভ্রান্ত করতেই এরা মাঠে নেমেছে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞ মহল।
এছাড়াও এ দলে যোগ হয়েছে নব্য আওয়ামী লীগাররা। গলিপথের পোষ্টারে, ব্যানারে, যাদের শরীরে আওয়ামী লীগের থাপ্পা লাগতেই তারা রাতারাতি এমপি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। যাদের ইমেজ জনগনের কাছে শুধুই সুবিধা ও ফায়দা লুটেরা হিসাবেই পরিচিত। তারা আওয়ামী লীগের দুঃসময়ে পল্টি দিয়ে সুবিধাজনক স্থানে নিজের অবস্থান করে নিতে সময় নিবেনা। তারাও দলীয় মনোনয়ন লাভের স্বপ্নে বিভোর।
এছাড়াও দলীয় মনোনয়ন প্রার্থীতা ঘোষনাক্রমে এমন মনোনয়ন প্রত্যাশীরাও মাঠে নেমেছেন যাদের ইতিহাসে মুক্তিযুদ্ধের বিপক্ষের হয়ে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। যা জনগনের অজানা নয়। আছেন বিএনপির ছাত্রদলের হয়ে ভোটযুদ্ধে অংশ নেয়ার অভিজ্ঞতা সম্পন্নরাও।
ময়মনসিংহের ৪টি আসনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন রয়েছে। যার একাধিক আসনে আওয়ামী লীগের জনপ্রিয় ও জনপ্রত্যাশিত প্রার্থী রয়েছেন। সেখানে ভূইফোড় একাধিক প্রার্থী দৌড়ঝাপ শুরু করেছেন। অনেকের মতে জামানত বাজেয়াপ্ত হতে পারে এমন মনোনয়ন প্রত্যাশীরাও মনোনয়ন কিনেছেন একাধিক আসনের বিপরীতে।